১০৮৩ বার পঠিত
বিশিষ্ট সংগীতজ্ঞ অজয় মিত্র’র সংগীতায়োজনে সোনালী দিনের গান নিয়ে মিশ্র এলবাম ‘কনক প্রভা‘ প্রকাশিত হয়েছে ইউটিউবে। কমল দাশগুপ্ত ও সমসাময়িক সুরকারদের গান নিয়ে এই আয়োজন। গানগুলি নজরুল প্রভাবিত। এতোটাই প্রভাবিত যে, সাধারণ শ্রোতারা নজরুলের গান ভেবে ভুল করে বসবেন। একটু নতুন সংগীতায়োজনে গানগুলি করা হয়েছে। ভাল মন্দ শ্রোতার বিবেচনা।
এই অ্যালবামে যারা গেয়েছেন আমি বাদে সবাই বেশ গুণী শিল্পী। বরাবরের মতোই অজয়’দা নতুন পুরাতন শিল্পীর সমন্বয় করেছেন। উপহার দিয়েছেন পাঞ্চোলী নামে সদ্য নতুন একজন শিল্পী। উনি ভাল করবেন বলেই আমার বিশ্বাস। এতে গান রয়েছে ছয়টি। কণ্ঠ দিয়েছেন অনুরুদ্ধ সেনগুপ্ত, ছন্দা চক্রবর্তী, অজয় মিত্র, বর্ণালী সরকার, পাঞ্চোলী ভট্টাচার্য ও আমি।
অজয়’দা বাংলাদেশের অনেক শিল্পীরই প্রথম এলবামের মিউজিক ডিরেক্টর হয়েছেন যাঁরা পরবর্তীতে দেশবরেণ্য শিল্পী হিসেবে পরিচিত ও সমাদৃত হয়েছেন। নীলোৎপল সাধ্য, মিজানুর রহমান, মুজিবুল কাইউম, মকবুল হোসেনদের মতো সুশিক্ষিত রবীন্দ্র সংগীত শিল্পীরা তাঁর পরিচালনায় অ্যালবাম করেছেন। এই সময়ের গুণী শিল্পী ও সংগঠক ফেরদৌসী কাকলীর প্রথম একক এলবামও অজয় দা’র হাতেই। শিল্পী মামুন জাহিদ ভাই আধুনিক গান করেছেন দাদার সুর ও সংগীতে। সিনিয়র রবীন্দ্র সংগীত শিল্পীদের মধ্যে কেউ উনার পরিচালনায় মিক্সড এলবামে হলেও গান করেননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল।
নজরুল ভূবনেও অজয় মিত্রের অবদান কম নয়। ইয়াকুব আলী খানদের মতো ক্লাসিক শিল্পীদেরও শুরুর দিককার অ্যালবাম তাঁর হাতে তৈরি। বিজন মিস্ত্রীর একাধিক অ্যালবামও হয়েছে তাঁর হাতে। বছর কয়েক আগে অডিও মাধ্যমে উপহার দিয়েছেন শিল্পী ছন্দা চক্রবর্তীকে, যিনি নজরুলের গানে এই প্রজন্মের একজন অগ্রগণ্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
এরকম একদিন আমাকেও সংগীতের ভূবনে নিয়ে এসেছিলেন ‘চোখের নেশার ভালবাসা‘ অ্যালবামে। নিজেকে যাচাই করতে গিয়েছিলাম দাদার কাছে। দুইলাইন শুনেই বললেন ‘তুমি আমার এলবামে গাইবে‘। যদিও শিল্পী নির্বাচন আগেই চূড়ান্ত করা ছিল। অ্যালবামের কাজও শেষ। কিন্তু একাদশ শিল্পী হিসেবে আমাকেই নিয়ে নিলেন। সেই গানটিই যেন কীভাবে কীভাবে যেন মিউজিক প্রযোজনা সংস্থা লেজার ভিশনের খুব ভাল লেগে গেল। আর গানটিকেও তারা টাইটেল সং বানিয়ে দিল। সেই শুরু, সেই থেকে গাইছি।
আমার ভেতরে আত্মবিশ্বাস জাগিয়ে দেবার জন্য আমি কৃতজ্ঞ অজয় দা’র কাছে। দাদা বলতেন,
“কিছুই লাগবেনা শুধু বোঝার চেষ্টা কর তোমার ভেতর কী আছে। এবং তাকে একটু সময় দাও…।”
সেই থেকে আছি দাদার সাথেই।
সংগীত পরিচালক অজয় মিত্র দাদার জয় হোক।
ই-মেইলে যোগাযোগ করুন