১৪১৪ বার পঠিত
কেউ এসে মুছে দাও জানালার কাচ
আকাশ দেখবে বলে
উড়োচিঠি লিখেছে সুনন্দা, অতি অকসাত
ইথারে ইথারে ভাসে শব্দবিজ্ঞান
বাইয়াত করেছে আকাশ পাখিদের ডাক
মেঘের চলছে ঘটা, বিদ্যুত কড়াত কড়াত!
লালচোখে ঘুম নাই নারীর মোহে
শার্শি তে জমে আছে বিষ নীল গুচ্ছ ধূলোর পরত।
শ্বাসকষ্টে দিও কিছু শুদ্ধ বায়ু, সুনন্দা-
দমকলে খবর দিও নেভাতে আগুন
হলাহলে সুর, অসুরের ভুল হলে নিমেষে ফুড়ুত।
আকাশ দেখবে বলে সুনন্দার মনে
জমেছে বরফ আকাশ,
শার্শিতে অবাক স্বপ্ন কালো নীল জলের প্রকাশ।
ই-মেইলে যোগাযোগ করুন