আল্লাহ’র সুলুকসন্ধান

1 মতামত পাওয়া গেছে

আরবদের মাঝে আল্লাহর প্রকৃত স্বরূপ কি ছিল তার সঠিক উত্তর পাওয়া কঠিন। ক্বাবায় হুবালের মূর্তি ছিল ঠিকই, কিন্তু আল্লাহর কোন প্রতিকৃতি ছিল বলে মনে হয় না। মনে হয় আল্লাহর মর্যাদা ছিল হিন্দু ধর্মে ভগবানের অনুরূপ — তিনি বিশ্বশ্রষ্টা, সবকিছুর নিয়ন্তা। তার আকার-প্রকৃতি সম্পর্কে মানুষের ধারনা নেই, কাজেই তার কোন মূর্তিও নেই। নানান দেবদেবী পূজার মাধ্যমে হিন্দুরা ভগবানের কৃপা লাভের চেষ্টা করে। তেমনি ক্বাবায় স্থাপিত বহু দেব-দেবীর (হুবাল, আল-লাত, আল-মানাত ও অন্যান্য) পুজোর মাধ্যমে বিশ্বশ্রষ্টা আল্লাহর কৃপা অর্জনের চেষ্টা করতো আরবরা। উল্লেখ্য, কোরানে বলা হয়েছে কাবায় স্থাপিত দেবী আল-লাত, আল-মানাত ও আল-উজ্জা আরবদের কাছে ছিল আল্লাহর ফেরেস্তা (angel), যারা আরবদের কামনা-বাসনা আল্লাহ কাছে পৌছে দেওয়ার বাহন হিসেবে কাজ করতো, তাদের পক্ষে আল্লাহর কাছে সুরারিশ করতো ইত্যাদি।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।