আল্লাহ ও জাহান্নাম সত্য হলে মুসলিমরাই জাহান্নামে যাবে

2 মতামত পাওয়া গেছে

আপনি তো জঙ্গীদের হাতে কতল হইবেন।

আপনার এই ছোট্ট লেখনীকে খেয়ে ফেলার জন্য আমার কয়েক মিনিট এই যথেষ্ট । একটা কথা প্রচলিত আছে সেটা শোনা যায় যে ব্যক্তির কথা তার জ্ঞানের মাপকাঠি তেমনি করে ব্যক্তির লেখা তাঁর জ্ঞানের মাপকাঠি এটা বলাই যায়। মোহাম্মদ শফিউল্লাহ , পড়ালেখা কতদূর করেছেন আল্লাহ ভালো জানে। আমি কোন সার্টিফিকেটের পড়ালেখা কথা বলিনি যে আপনার কোন ডিগ্রী আছে কিনা ডিগ্রী থাকতে পারে সেটা পিএসডি হোক বা অন্য যেকোনো কিছু অথবা ফরেন কোন ডিগ্রী। আজকাল অনেকেরই সাহিত্য অনেক পছন্দ তারা সাহিত্যের শতশত বই পড়ে নিজের মনে একটা কনসেপ্ট তৈরি করে তারপর তারা সামান্য কিছু ধর্মের বই বা এরকম টাইপের কিছু বই পড়ে তারপর উদ্ভট প্রশ্ন করে। সাহিত্য জিনিসটা শুধু কল্পনার উপর নির্ভর করে একটা প্রতিষ্ঠা দর্শন বৈ কিছু নয়। এগুলো নিয়ে লিখলে শতশত পেজ লেখা যাবে বাট কাজের কথা আসলে হবে না। তাই ইসলামকে জানতে হলে নিরপেক্ষভাবে পড়ালেখা করতে হবে। আমি পাবলিক ভার্সিটি থেকে আইনে পড়ালেখা করছি, বাট সেখানে পড়ালেখা করে আমি তৃপ্ত নই। সেখান থেকে আমার মনে মধ্যে আসা প্রশ্নের উত্তর আমি পাইনি। যাই হোক সে অন্য কথা।

যদি সৎ সাহস থাকে তাহলে আমি আপনার সাথে বিতর্ক করতে চাই , এবং সেটা অবশ্যই পাবলিক প্লেসে। আহলান ওয়া সাহলান।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।