০
৩৮৯ বার পঠিত
সেটাই মনে হছে ! গ্রীন পার্টি এক জন প্রতিষ্ঠাত্রী, যে দীর্ঘকাল বিদেশী রাজনৈতিক আশ্রয়প্রার্থী দের থাকতে দেবার জন্য জার্মানি তে আন্দোলন করেছে, গতকালের PHOENIX টিভি ( জার্মানির পলিটিক্যাল টিভি ) তে, সে আলোচনায় বলেই দিলো, বিদেশী রিফুজি দের আসল লক্ষ্য(নেগেটিভ) ! অন্য কথায় সে বলতে চায়, যুদ্ধের কারণে আসা রেফিউজি রা আবার ফিরে যাক, আর রাজনৈতিক আশ্রয় নিতে আসল রাজনৈতিক – ভুক্তভোগীরা আসলেই আসে খুব কম, আসে মধ্যবিত্ত ফ্যামিলি র সন্তান রা, যারা দালাল কে ১০-২০০০০ ইউরো দালালি দিতে পারে। তেমনি ছিল একজন ক্রিমিনোলজি র প্রফেসর, যে বিদেশী দের অপরাধ নিয়ে রিসার্চ করেছে, গবেষণায় দেখা গেছে, যে বিদেশিরা তুলনামূলক ক্রিমিনাল অনেক বেশী। তেমনি ছিল একজন পুবলিসিস্ট। জীবনে এই প্রথম কোনো পুবলিসিস্ট কে বিদেশী বিরোধিতা করতে দেখলাম। কালকেই জানলাম, যত শরণার্থী এসেছে, তার ১০% এ দেশে কাজ পাবার যোগ্য! বাকি ৯০% কে এখানকার ট্যাক্স payer দের খাওয়াতে হবে। জনসখার অনুপাতে বিদেশী রা, যারা এ দেশে স্থায়ী ভাবে থাকে বা নাগরিক হয়েছে, তারাই বেশি সোশ্যাল হেল্প নিয়ে চলে, কিন্তু ট্যাক্স ফাঁকি দিয়ে যায় ও অনেক বেশি করে।
এফডি পার্লামেন্টে অনেকে গুলো গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি committee র প্রধান হয়েছে- তার মধ্যে মিলিটারি, গোয়েন্দাবিভাগ ও আছে! এফডি কোনো বোকাদের পার্টি নয়, অনেক জ্ঞানী লোকেরা এই পার্টি সৃষ্টি করেছে।এফডি যা বলে, সেটা জনগণ এর মনের কথা। অন্য পার্টি র নেতা রা স্টেটাস বাড়াবার জন্য ক্যামেরার সামনে এক কথা বলে, ক্যামেরার পিছনে তার উল্টো- মানে বিদেশীদের পক্ষে নয়। কাজেই দিন দিন এদের ভোট বাড়বেই! SPD দল টা একদিন নাম কে ওয়াস্তে না হয়ে যায়! ০৯/২০১৭ তে ভোট হয়েছে, এখনো কোয়ালিশন সরকার গঠন হয়নি! আলোচনাই চলছে। সরকার গঠন হবার চান্স ৪৯%.
ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ৪.০ (digitalisation) পুরোপুরী কার্যকরী হলেই হু হু করে বেকার বাড়বে। বেকার জার্মান রা বিদেশী দের দোষী করবে, যেমন অতীতে করেছে। ৩০% জব কমার কথা!
যেভাবে বিশ্ব ব্যাপী প্রটেকশন-ইজম চালু হওয়া শুরু হয়েছে, মুক্ত বাণিজ্য র ভবিষ্যৎ ধুসর। রোবট use করে সস্তায় ইউরোপে প্রোডাকশন করা সম্ভব, বিদেশী সস্তার মাল তখন আর ইম্পোর্ট করতে হবেনা। জার্মানি র প্লাষ্টিক গার্বেজ ইম্পোর্ট করা চীন বন্ধ করাতেই, জার্মানিতে ফ্রি তে পলিথিন ব্যাগ দেয়া আইনত নিষিদ্ধ। একটা ছোট পলিথিন ব্যাগ এর দাম এখন ৮ RS । ক্রেতা রা কাপড় এর ব্যাগ সাথে নিয়ে আমাদের পূর্বপুরুষ দের মত বাজার করতে যায়! নিজের দেশ কে ভালোবাসে।
যখন ইউরোপীয়ান রা বুঝতে পারবে, এদের দেশে এরা সংখ্যালঘু হয়ে যাবে, তখন আইন করে হোক বা অন্য ভাবে হোক, বিদেশী কমাবেই! তুর্কি বিরোধিতাও দিন দিন সব লেভেল এর ইউরোপিয়ান দের মধ্যে বাড়ছে! বিদেশী দের আসল রূপ (নেগেটিভ) নিয়ে আজকাল মিডিয়া তে আলোচনা শুরু হয়েছে, এতকাল যা টাবু ছিল!
ই-মেইলে যোগাযোগ করুন