ইসলামি আইন মানবসভ্যতার জন্য হুমকী

1 মতামত পাওয়া গেছে

সর্বাধিক চারটি বিয়ে করা যাবে এমন আইন বাধ্যতামূলক নয়। কোরানের মতে যদি বিবিদের মধ্যে সমতা বজায় রাখা না যায় তবে একাধিক বিবাহ করতে নিষেধ করা হয়েছে। অথবা একাধিক বিবি থাকলে যদি কারও বেলায় যথেষ্ট সময় দিতে সমস্যা হয় তখন তালাক দিয়ে বিবির সংখ্যা কমিয়ে ফেলার অনুমতি রয়েছে। কিন্তু মহম্মদ নিজেই আয়েষা বেবিকে বিয়ে করার পর ৩৫ বছরের সাওদাবিবিকে তালাক দিতে চেয়েছিল কারণ বেবি আয়েষা আর বুড়ি সাওদার মধ্যে সমতা রেখে সংসার করা সম্ভব ছিলনা। সাওদাবিবি কিন্তু তালাকের বিরোধিতা করে এবং অসম অধিকার নিয়েই সংসারে থেকে যেতে রাজী হয়ে যায়। মহম্মদও আল্লার দরবার থেকে আয়াত নামিয়ে এই সমঝোতাকে বৈধতা দিয়ে ফেলে। এই আয়াত অনুযায়ী বিবিরা যদি সমান অধিকারের দাবী ছেড়ে দিয়ে আপোষে কোনো পথ মেনে নেয় সেক্ষেত্রে যত ইচ্ছা বিয়ে করা যাবে। আল্লার তাতে আপত্তি নেই।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।