ইসলামে গুপ্তহত্যা ও মুহাম্মদের পৃষ্ঠপোষকতা

3 মতামত পাওয়া গেছে

তোকে জবাই করা সকল মুসলিমদের জন্য ফরজ হয়ে গেছে।  তোর আর কোন ক্ষমা নাই। তুই যেখানেই থাকিস না কেন, তুই মারা পড়বিই ইনশাল্লাহ। আমিন। 

মূর্খ হলে যা হয় আরকি শুধুমাত্র কিছু অনুবাদ করে আসছে নিজেকে পন্ডিত ভাবতে!হাশাশিন বা হাশিশিন কোন ইসলামী সাম্রাজ্যের সামরিক বাহিনী ছিলনা বরং সেলজুক সালতানাতের সময় এদের উত্থান হয়েছিল মুসলিম সেলজুক প্রভাবশালী ব্যাক্তিবর্গকে হত্যা করেই! এমনকি সুলতান আল্প আরসলান ও ওদের হাতেই খুন হন।মালিক শাহ ওদের বিরুদ্ধে অভিযান ও পরিচালনা করেছিলেন।আর সবচেয়ে বড় কথা হাশাশিনরা ভাড়াটিয়া ছিল না বরং ওদের একজন নেতা ছিলেন এবং ওরা নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্যই এসব গুপ্ত হত্যা করত।এর পরে যা বললেন আমাদের নবী সম্পর্কে সেটাও একটু বলি।ধরেন যদি কেউ আপনাকে মেরে ফেলতে চায় অথবা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে কি আপনি চুপ করে বসে থাকবেন নাকি? তৎকালীন মক্কা ও মদীনায় মুসলিমরা যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছিলেন সেটার প্রতিশোধ নিতে চাইলে মক্কা বিজয়ের দিনে একজন অমুসলিম ও জীবিত থাকত না।বিনা শর্তে ক্ষমা করার দৃষ্টান্ত ইতিহাসেই বিরল


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।