১১৫ বার পঠিত
১১৫ বার পঠিত
সুধারাম, আমার বয়স হবে কবে?
কালীর বাজার নাম মুছে দিয়ে,
ওরা
তার উপর সাদা কালির আঁচড়ে লিখে দিলে অন্য একটি নাম।
তবুও আমার মরণ হল না।
ঘাটের মড়া হয়ে পড়ে থাকব বলে,
হাঁটতে হাঁটত চলে এসেছিলাম শ্মশান ঘাটে।
ঘাট নেই, শ্মশানও নেই।
সুধারাম,
আমার মরণ হবে কবে?
আগুনের লেলিহান শিখায় পুড়ছে
আমার পাপ;
এই দৃশ্য কল্পনা করতে করতে
আমিও গেয়ে উঠতে চেয়েছিলাম,
‘হরি দিন তো গেল সন্ধ্যা হল পার কর আমারে’
সুধারাম,
এখানে কোন নদী নেই।
এখানে কোন মাঝি নেই।
এখানে কোন পারাবার নেই।
এখানে এখন উন্নতির জোয়ার বইছে।
ই-মেইলে যোগাযোগ করুন