৫২৫ বার পঠিত
জগৎ নয়তো শূণ্য
প্রাণ নিয়ে পরিপূর্ণ,
জগতের এক নবশক্তি
নবীন মানে তারুন্য।
চলবে নবীন একসাথে
বীরদর্পে যাবে এগিয়ে,
আনবে নতুন সততা
মানবতার পথ কাঁপিয়ে।
নবীন মানে অগ্রগামী
নবীন মানে শক্তি,
সকল দানব পতন করে
করবে মানব মুক্তি।
ওহে নবীন,নবীন রে
বিভেদ যাও ভূলে,
সকল জাতের মানব মোরা
ঐক্য তুলো গড়ে।
চাকমা নয়,ত্রিপুরা নয়,
মারমা নয়,বাঙালী নয়,
জগৎ দৃষ্টিতে মানুষ মোরা
এটাই মোদের পরিচয়।
কনিক মোদের জীবন ঘর
কিছের এত অন্যায়?
বিভেদ ভূলে ঐক্যর পথে
এগিয়ে চলি সবাই।
আসুক যত অন্যায়
করবোনা কোন পরোয়া,
ঐক্যর তালে যাবো এগিয়ে
ভাঙবো শ্রেণী বুর্জোয়া।
নবীন মানে নবীন নয়
নবীন যদি অতন্দ্রী হয়,
ভাঙবে তালা শাসক শ্রেণীর
সুপ্ত হবে মেহনতির জয়।
চলরে নবীন ঐক্যর পথে
চলরে সবাই চল,
ইতিহাসে যেন সাক্ষ্য থাকে
আমরা বীরবল।
ই-মেইলে যোগাযোগ করুন