চিনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসকে ‘আল্লাহর গজব’ বলে অভিহিত করেছিলেন ইরাকের প্রখ্যাত ইসলামি পণ্ডিত হাদি আল মোদার্রেসি। ইসলামের শ’ত্রুদের ধ্বং’স করতে আল্লাহ এই গজব নাজিল করেছেন। কাফেরদের বিনা’শ করতে আল্লাহ এই গজব পাঠিয়েছেন বলে উল্লেখ করেছিলেন তিনি।
ফেব্রুয়ারিতে মেমরি টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে মুসলিমদের ওপর অত্যা’চারের কারণে চিনে এই গজব নাজিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লাখ লাখ মুসলমানের ওপর চিনা সরকার যে অত্যা’চার ও নিপী’ড়ন চালাচ্ছে, তাতে আল্লাহ শা’স্তিস্বরূপ করোনা ভাইরাসকে পাঠিয়েছেন।
যেসব প্রাণি ও পোকামাকড় খাওয়া হারাম, চিনারা আল্লাহর সেই নির্দেশ মানে না বলে আসমানি গজব নাজিল হয়েছে তাদের ওপর।
তার এই সাক্ষাৎকার প্রকাশের পর ইসলামি বিশ্ব তাকে সাধুবাদ জানিয়েছিল, শক্তিশালী চিন সরকারের বিরু’দ্ধে কথা বলার জন্য।
ইংরেজিতে প্রকাশিত আল-আরবি’র বরাতে জানা গেছে, হাদি আল মোদার্রেসি নিজেই করোনা ভাইরাসে আক্রা’ন্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। হাদি আল মোদার্রেসি নিজেও টুইটে জানিয়েছেন তার করোনা আক্রা’ন্ত হওয়ার সংবাদটি।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ সংবাদ প্রকাশের পর পশ্চিমা বিশ্ব হাদি আল মোদার্রেসি সম্পর্কে বলছে- আল্লাহ হয়তো তার ঔদ্ধ’ত্যপূর্ণ মন্তব্য পছন্দ করেননি, তাই তাকেও সাজা দিয়েছেন করোনা ভাইরাসের মাধ্যমে।
টুইটে প্রকাশিত একটি ছবিতে হাদি আল মোদার্রেসিকে দেখা গেছে সার্জিক্যাল মাস্ক পরিহিত অবস্থায়। তিনি প্রার্থনা করেছেন, হে আল্লাহ, হযরত মুহাম্মদ (স.) এবং তাঁর পরিবারের সদস্যদেরকে আপনি সুমহান মর্যাদা দিন। আমার এই অসুস্থতা ও সংক’টময় পরিস্থিতি নিশ্চয় তারা জানেন, আমার সমস্ত রোগ ও ক’ষ্ট দূর করে দিন। আমাকে এসব বালা-মুছিবত থেকে রক্ষা করুন। এই রোগ থেকে আমাকে সুস্থ করে দিন। এক মুমিন বান্দা হিসেবে এই আমার প্রার্থনা।