কৃত্তিবাসের রামায়ণের সহজ গল্প-২

7 মতামত পাওয়া গেছে

বেশ ভালো লাগল। রচনার গতি প্রশংসার দাবী রাখে।

আচ্ছা, রবীন্দ্রনাথের শাপমোচন গীতিনাট্যটা কি এই রামায়নের উপর ভিত্তি করে লেখা হয়েছে?

     আমার কাছে মনে হচ্ছে লেখক মহাভারতের গল্প বলছেন, রামায়ন নয়। মহাভারতে বাল্মিকীর কথা থাকলে অবশ্য রামায়নের কথা আসে। রামের জন্মের ষাট হাজার বছর আগে বাল্মিকী রামায়ন লেখেন। অর্থাৎ আদমের আগমনের ৫৪ হাজার বছর আগে। এমন কি আব্রাহামিক ঈশ্বর গুলোরও উৎপ্ততির আগে। সোজা কথা নয়। চিন্তা করলে মাথায় চিক্কুর দেয়।

        আমি যা করছি  তা হল বাংলাশ্রীরাম  পাঁচালী নিজের ভাষায় লেখা।এটা বাংলায় লেখা  একটি সাহিত্য।অলৌকিক্কিছু ব্যাপার আছে যেগুলিকে গুরুত্ব কমদেওয়ার চেষ্টা করছি,বাকি হুবহু নকল।রামায়ণকে ততটা গুরুত্ব বাংলায় মনে হয় দিতে হবে না। 

     আমি যতদূর জানিই তা নয়।শাপমোচনের মত অনেক ঘটনা রামায়ণে থাকলেও অরুনেশ্বর ও কমলিকার কাহিনি নাই।ধন্যবাদ

      আমি যতদূর জানিই তা নয়।শাপমোচনের মত অনেক ঘটনা রামায়ণে থাকলেও অরুনেশ্বর ও কমলিকার কাহিনি নাই।ধন্যবাদ

      রবীন্দ্রনাথ এই কাহিনী কোথা হ’তে আবিষ্কার করেছিলেন?


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।