কোন আচরণগুলো মানসিক নির্যাতন

2 মতামত পাওয়া গেছে

নবযুগ ব্লগে আপনার লেখাগুলো মনোযোগসহকারে পড়লাম। এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আপনার ভাবনাগুলো অনেক গভীর। বাংলাদেশের প্রতিটি নারী-পুরুষ যদি এভাবে ভাবতো তাহলে একটা স্বাস্থ্যবান সমাজ বিনির্মাণ করা তেমন কোন কঠিন কাজ হবে বলে আমি মনে করি না।
ব্লগপাড়ায় মন্দ্যা-খড়ার কারণে অনেকদিন আসা হয়ে উঠেনি। এই মন্দ্যাভাবটা কাটার লক্ষণ বুঝতে পারছি। এই প্রজন্মে অনেক ভালো ভালো ব্লগ লেখক দেখতে পাচ্ছি, যা সমাজ বদলে আশার আলো দেখাবে। গঠনমূলক লেখা নিয়মিত পড়ার সুযোগ পাবো আশাবাদ ব্যক্ত করছি।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।