০
১৪৮৭ বার পঠিত
অামাদের বিদ্যালয়ে শিশুদের অাবশ্যিক বিষয় হিসেবে ইংরেজির বিরুদ্ধে অামি।
শিশুরা বিদ্যালয়ে শিখবে সামাজিকতা, ইতিহাস, প্রাত্যহিক অাইন, যন্ত্র অাসবাব এর ব্যবহার ও বানানোর কৌশল, শরীর চর্চা, হিসাব করা, ইত্যাদি। অার একটু বড় হলে বিবিধ বিষয় সমূহ…
সবই হবে মাতৃভাষায় (ব্যাকরণ ও অভিধানের গুরুত্ব অনুধাবন সহযোগে)
বিদেশী ভাষা শেখাতে বাধা নেই, তবে তা অবশ্যই অাবশ্যিক নয়। চীনে যেতে চাইলে চাইনিজ ভাষা শিখতে হবে… প্রকৌশলী হতে হলে প্রকৌশল জ্ঞান অর্জন করা দরকার, আলোচনা মাতৃভাষায় হলে জ্ঞান বড়ই হয় ছোট নয়…
ম্যাকলের স্কুল ‘শিক্ষা’ ও ‘ইংরেজি’ সমার্থক করে। তাই ব্রিটিশ উপনিবেশ এই উপমহাদেশে ইংরেজিই শিক্ষা ও জ্ঞান…
ব্রিটিশ শাসন অাজো বিরজমান বলেই এ অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল উন্নত স্কুল বলে প্রচারিত ও বিশ্বাসে পরিনত। অামার সন্তানেরা এই বিশ্বাসের শিকার। তারা যে তাদের ‘মা’-এরও সন্তান…
অামার কন্যা তিন বছর (৯৬-৯৭) বয়সে স্কুলে যাওয়ার জোর দাবী তোলে (সাতদিন সে কথাবলা, খাওয়া, খেলাধুলা, ছবি অাঁকায় ধর্মঘট করে)…
তাকে ভর্তি করানো হয় স্কুলে, যে স্কুল তাকে নেয় সে স্কুলে…
পুত্র তার বড়বোনকেই অনুসরন করেছে…
অামার কাছে স্কুল মানে সামাজিক চর্চার ক্ষেত্র। ম্যাকলের স্কুল উপমহাদেশের মানুষকে নিজের থেকেই নিজেকে বিচ্ছিন্ন করে দিয়েছে/দিচ্ছে…
অামার মূর্খতার, অলসতার কারনে অামার দুই সন্তানই নিজের কাছেই নিজে অপর হয়ে গ্যাছে! এই যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতাই অামার কন্যার কন্ঠে বেজে ওঠে! অামার পুত্রের কন্ঠে বাজে! ম্যাকলের স্কুল (যাহা বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা নামে পরিচিত) গত দেড়/দুশ বছর ধরে অামাদের কোথায় এনে দাড় করিয়েছে?
যেখানেই দাড় করাক, আমি লড়ছি আমার স্বাধীনতার জন্য! আমার পিতার ভুলটি ছিলো আমার মতই, আমার ভুলটি আরো বেশী- ম্যাকলের স্কুলের তুলনামূলক কম আত্মবিচ্ছিন্ন স্কুলে (বাংলা মাধ্যম) সন্তানকে ভর্তীর সুযোগটি না নিয়ে ‘উন্নত স্কুল’ প্রচারণায় ভুলেছি…
উপনিবেশিক বা গ্লোবাল বা আন্তর্জাতিকতায় প্রান্ত বা উপনিবেশের অধিবাসী হিসেবে সন্তানের ‘আত্ম-বিচ্ছিন্নতা’ তথা পরাধীনতার জন্য আমিই দায়ী…
আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী…
পিতা হিসেবে আমি স্বপ্ন দেখি, আমার সন্তান-সন্ততি পরাধীনতার এ শৃঙ্খল ভেঙ্গে নিজেকে তথা দেশকে স্বাধীন করে তুলবে…
যে দিন প্রতিটি শিশু তার মাতৃভাষায় (নৃ-তাত্বিক বা ভুমি ভাষা) জগতের সকল রুপকথা শোনার/পড়ার/বলার অধিকার লাভ করবে সেদিন এ দেশ হবে স্বাধীন (অনুবাদে কবিতা যতই হারাক!)
তার আগে আমি যতটুকু পারি এ পৃথিবীর সরাবো জঞ্জাল…
ই-মেইলে যোগাযোগ করুন