৩
১০২৫ বার পঠিত
অবিচলিতভাবে সুনির্দিষ্ট প্রশ্ন এড়ানোর
একটি সহজ উপায় খুঁজছি
অপ্রতিভ ন্যায়পরায়ণতার প্রয়োগ এবং
সত্য কথাকে এঁড়িয়ে।
পরিচিত প্রশ্ন নর্দমায় ছুঁড়ে ফেলে
শুধুমাত্র খোলসে মোড়ানো
শব্দবাক্য রচনা করা
“আসলে সে খুব ভাল, ব্যতিক্রম”
আমি কীভাবে বোঝাবো?
আমার ইন্দ্রিয় দায়ি নয় মোটেই
আমার আচরণই সম্পূর্ণ ব্যতিক্রম
খোলসের আড়ালের মানুষ বলে কথা!
*****************
– মিরপুর, ঢাকা
২ অগাস্ট ২০১২ খ্রিস্টাব্দ।
ই-মেইলে যোগাযোগ করুন
আগস্ট ২, ২০১২; ৭:৫১ অপরাহ্ন
আপনার কবিতা বেশ লাগল।
আগস্ট ৩, ২০১২; ১১:৫৮ পূর্বাহ্ন
খোলসের আড়ালের মানুষ বলে কথা!
অপ্রিয় হলেও সত্যি।
কবিতা ভাল হয়েছে। *good*
আগস্ট ৪, ২০১২; ৯:৪৭ পূর্বাহ্ন
আমার ইন্দ্রিয় দায়ি নয় মোটেই
আমার আচরণই সম্পূর্ণ ব্যতিক্রম
খোলসের আড়ালের মানুষ বলে কথা!
*****************—অসম্ভব ভালো