০
১৪২৮ বার পঠিত
কাছের বন্ধুরা প্রায়শই অভিযোগ করে জানতে চায় আমি প্রায়সময়ই বাঙালি কিংবা বাংলাদেশীদের কটাক্ষ করে মন্তব্য করি। তাদের সাথে আলোচনার সময় বোঝানোর চেষ্টা করি আমরা বাঙালিরা নিজেরা নিজেদের সবসময় শ্রেষ্ঠ বলে ফলাও করতে পছন্দ করি, নিজেদের সবচেয়ে সেরা ভাবতে আমরা অর্গাজম ফিল করি। আমরা নিজেদের খালি হাঁড়িকে যেভাবে ঢাক ঢোল পিটিয়ে সেরা বলার চেষ্টা করি আসলেই কি আমরা তাই? আমাদের সীমাবদ্ধতাসমূহ আমরা কখনোই কি আলোচনা করে স্বীকার করি? কয়েকটা প্রশ্ন নিজেদের কাছে করে উত্তর খুঁজলে নিজেরাই এর জবাব পেয়ে যাবেন। প্রশ্নগুলো নিজেরাই তৈরি করুন, উত্তরগুলোও আপনি বের করুন, পেয়ে যাবেন জবাব।
https://www.youtube.com/watch?v=NYXSoKZCQVs
মাঝে মাঝে ভাবি বাংলাদেশে আমরা কোনদিন কোন গুণীজনকে আরেকজন গুণিজন যথাযথ সম্মান দিয়েছেন এমনটা দেখেছেন? যেমন ধরুন একজন রাজনীতিক, তিনি অন্য একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত থেকে জীবনপার করেছেন, কিংবা একজন লেখক-কবি-ঔপন্যাসিক কিংবা একজন গায়ক কিংবা শিল্পী। তাঁর কোন সাফল্যে কিংবা ব্যর্থতায় কিংবা তার মৃত্যুতে আমরা কখনো কি অন্যজনকে সম্মান করতে জানি?
আমাদের স্বভাবটাই এমন যে, যে যতো বড়ই ব্যক্তি হোন না কেন সারাক্ষণ তাঁর স্তুতি কিংবা কুৎসা কিংবা সমালোচনা করতেই হবে। যার সমালোচনা করবো মরে গেলেও তাঁর ভালো দিকসমূহ নিয়ে প্রশংসা করতে আমরা রাজি নই। আবার সারাক্ষণ যার প্রশংসা করি ভুলেও কখনো তাঁর সমালোচনা করতে পারবো না আমরা। অবস্থা এমনই বিল্ট-ইন হয়ে গেছে যে, হয় পক্ষে নয়তো বিপক্ষেই আমাদের স্ট্যান্ড নিতে হবে।
কিছুদিন আগে আমাদের শিল্পী আব্দুল জব্বার প্রয়াত হলেন। বাংলাদেশের একজন মানুষ দেখাতে পারবেন যিনি আব্দুল জব্বারের কোন একটি গান জীবনে গান নি? এরকম একজন মানুষও কেউ দেখাতে পারবেন না। হেফাজত-এ-ইসলামের চরম সাম্প্রদায়িক মাওলানা হুজুরদের দেখবেন সকলেই গেয়েছেন। সেটা গোপনে-প্রকাশ্যে, ময়দানে কিংবা শৌচাগার যেখানেই হোক; গেয়েছেন। আব্দুল জব্বার প্রয়াত হবার আগে-পরেও আমরা দেখেছি তাঁকে কলুষিত করার নানানরকম চেষ্টা করা হয়েছে। তিনি গত হবার পরে বাংলাদেশের কোন শিল্পী বা সংগঠনকে কি দেখাতে পারবেন তাঁকে স্মরণ করে কোন সংগীতানুষ্ঠান হয়েছে? জ্বি জনাব, ঠিক ধরেছেন, বলতে পারবেন না। আব্দুল জব্বারের নামটা এখানে শুধু উদাহরণ হিসেবে উল্লেখ করেছি, আপনি আপনার প্রশ্নের ভিতরে আপনার নিজেদের স্মরণে আসা অন্য ব্যক্তিত্বদের নামও যুক্ত করে নিজেরা উত্তর খোঁজার চেষ্টা করুন পেয়ে যাবেন।
যা বলছিলাম, আমরা নিজেরা যে যে পেশায় থাকিনা কেন; আমরা নিজেদের ছাড়া অন্যদের প্রতিভাকে সম্মান তো করতে জানিই না, উল্টো সুযোগ পেলে অন্যদের হেয় করতেও পিছপা হই না। ফলাফল কী দাঁড়ায় জানেন? আপনি অন্যদের সম্পর্কে যেরকম মনোভাব পোষণ করেন, যেরকম ফলাফল পান তাঁরাও আপনার সম্পর্কে একই মনোভাব পোষণ করেন এবং একই ফলাফল। দিনশেষে উভয়ের ফলাফলই শূন্য। জ্ঞানীরা বলেন অন্যকে সম্মান দিতে শিখুন, তাহলে নিজেও সম্মান পাবেন।
ভাবছেন এই লোকটা বড় বেশি বেশি বক বক করে, তাই না? ঠিক ধরেছেন, একটু বেশিই বক বক হয়ে গেছে; এটা পুষিয়ে দেয়া দরকার। এখানে অনুপ জালোটার গাওয়া একটি গান দিলাম। মঞ্চে যিনি গাইছেন এবং সামনে বসে যাঁরা শুনছেন সেটা খেয়াল করবেন। শ্রোতাদের ৯০% ব্যক্তিই ভারতের প্রতিষ্ঠিত শিল্পী এবং তাঁরা অধিকাংশই আপনার পরিচিত। গানটি শেয়ার করার উদ্দেশ্য হলো আমাদের সাথে তাদের মন-মানসিকতার তফাৎ বুঝতে শেখা। বাংলাদেশীরা এরকম অনুষ্ঠান করা তো দূরের কথা, বরং বিভিন্ন অজুহাতে সেসব অনুষ্ঠানে হাজির না হওয়া, সমালোচনা কিংবা ষড়যন্ত্র করাতেই আমাদের মেধা খরচ করতাম। তাই নয় কী?
ই-মেইলে যোগাযোগ করুন