২
১৯২৯ বার পঠিত
মঞ্চ প্রস্তুত। অপরাধীকে বেশ আনুষ্ঠানিকতা ও গাম্ভীর্যতার সঙ্গে হাজির করা হলো। কিছুক্ষনের মধ্যেই শুরু হবে জনসম্মুখে শাস্তি দেয়ার সকল আনুষ্ঠানিকতা। চারদিকে জনসাধারণের ভিড়। তাদের কেউ কেউ খুব আনন্দ নিয়ে দৃশ্যটি উপভোগ করছে কেউ আবার হাতের মোবাইলটি দিয়ে ছবি তুলছে। এদেরই মধ্যে কেউ আবার তাদের সমবেদনা জানাচ্ছে। এমনি এক হৃদয়বিদারক ঘটনার দেখা মিলল ইন্দোনেশিয়ার প্রাদেশিক শহর আচেহতে।
কী অপরাধে জনসম্মুখে শাস্তি দেয়ার এই আনুষ্ঠানিকতা এবার তা একটু বিস্তারিত আলোচনা করা যাক। ইন্দোনেশিয়া পৃথিবীর অন্যতম সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। শরিয়াহ মোতাবেক এখানে এখনও ইসলামি শরিয়াহ অনুযায়ী আইনী প্রক্রিয়া চালু আছে। আর এই শরিয়াহ মোতাবেক কোন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষকে একসঙ্গে দেখা গেলে এখানে ইসলামের বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা আছে। আর সেই শাস্তির বিধান হলো জনসম্মুখে বেত্রাঘাত।
ইন্দোনেশিয়ার আচেহতে তখন মধ্যাহ্ন। বায়তুর রহিম মসজিদের পাশে শাস্তির জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। নুর এলিটা নামের বিশ বছরের তরুণীকে শাস্তির জন্য মঞ্চে ওঠানো হয়েছে। তার চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাঁপ। যে বেতটি দিয়ে তাকে আঘাত করা হবে তা লম্বায় চার ফুট। শরিয়াহ পুলিশের নির্দেশ পাওয়ামাত্রই তাকে বেত্রাঘাত শুরু হলো। ভয়ঙ্কর যন্ত্রনায় সে আর্তনাদ করতে লাগলো। মানবতার সকল নিষ্ঠুরতা যেন তার কান্নার মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল সেইদিন। পর পর চারটি আঘাতের একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। তাহলে এখন প্রশ্ন, কী অপরাধে তার সঙ্গে শরিয়াহ পুলিশের এই বর্বর নিষ্ঠুরতা।
এলিটার অপরাধ হলো তাকে দেখতে পাওয়া গেছে অন্য বিশ্ববিদ্যালয়ের একটি ছেলের সঙ্গে বসে থাকতে। শুধুমাত্র বসে থাকার জন্যই তার উপর চালানো হয়েছে অমানবিক এই অত্যাচার। শরিয়াহ মোতাবেক এই অপরাধকে বলা হয় ‘খালওয়াত’। খালওয়াত অনুসারে কোন প্রাপ্তবয়স্ক নারীকে অপর পুরুষের সঙ্গে দেখতে পাওয়া গেলে শাস্তির বিধান অনুযায়ী উভয়কেই বেত্রাঘাত করা হবে। এলিটার পরে তার সঙ্গে থাকা ২৩ বছরের ওই যুবককেও একই কায়দায় বেত্রাঘাত করা হয়।
ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ হলেও সেই দেশটিতে শরিয়াহ আইন চালু করা হয়েছে ২০০৩ সালের দিকে। ২০০ মিলিয়ন জনসংখ্যার এই দেশে এখনও রয়েছে মধ্যপন্থী সমাজব্যবস্থা। অনেক আগে থেকেই দেশে ইংরেজি নববর্ষ, বড়দিনসহ সকল অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জুয়া, মদ্যপান, সমকামিতা, বিয়ের আগে নারী পুরুষের মেলামেশার জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান।
সূত্র: ইন্টারনেট ও বিদেশি নিউজ থেকে।
ই-মেইলে যোগাযোগ করুন
জানুয়ারি ২, ২০১৬; ৮:০৬ পূর্বাহ্ন
এরা মানুষ না পশু বুঝা খুবই মুসলিক নয় সম্ভবত, যতই দেখতে মানুষের মতো অবয়ব হোক।
জানুয়ারি ২, ২০১৬; ৭:৫৬ অপরাহ্ন
মোহম্মদ কিন্তু উম্মেহানীর সাথে মাঝরাতে মোলাকাত করিতে যাইত। আল্লার ইস্পেশাল পারমিশনে সুন্নতী কারবার।