১
১৩৯১ বার পঠিত
আমার এক বন্ধু যিনি জাম্বিয়াতে থাকেন আমাকে এই মেইলটা পাঠিয়েছেন। পড়ে আমি ব্যথিত।
প্রিয় বন্ধুরা, আজকে একটু আগে লোকাল জেল (মাজাবুকা, জাম্বিয়া) থেকে আমাকে জানিয়েছে যে ১৫ জন বাংলাদেশী নাগরিক জেলখানায় আটক আছে, আমি তাদেরকে দেখে এলাম তাদের কথা শুনে চোখের জল আটকাতে পারিনি, দালাল কে ৭/৮লাখ টাকা দিয়ে এরা কংগো হয়ে সাউথ আফ্রিকা যাচ্ছে, কিন্তু কোনো বৈধ কাগজ ছাড়া, দালাল তাদেরকে ৭ দিনের ভিসা দিয়ে ভূয়া রিটার্ন টিকেট দেখিয়ে কংগো পাঠিয়েছে। কংগো থেকে চোরা পথে জাম্বিয়া হয়ে দ: আফ্রিকা যাচ্ছিল, জাম্বিয়া পুলিশ তাদের আটক করে জেলে পুরেছে। আার এখানকার জেল দেখলে নরক দেখার দরকার হবেনা, এদের কারো বাড়ি নোয়াখালী, কারো ফেনী, কেউবা জামালপুর, চট্টগ্রাম। এমনিতে জাম্বিয়াতে বাংগালী খুব কম আমি এদের খুব কম সংখ্যক কে চিনি, অনেকের সাথে কথা হলো কিন্তু কেউই তেমন সারা দিচ্ছেনা। তিব্র শীতে এদের অনেকে অসুস্থ হয়ে গেছে, ্আমি বুঝতে পারছিনা কি করব!!! আজকে পত্রিকায় দেখলাম অন্য আরেক শহরে আরো ১৬ জন ধরা পরেছে, একই ব্যাপার। আমার আকুল আবেদন যারা দ: আফ্রিকা যাবার জন্য এ ভাবে আসতে চান তাদেরকে বলবেন এ ভাবে মৃত্যূর পথে পা না দিতে তা হলে টাকা ও যাবে প্রান ও যাবে, আর শুধু একজনই নয় তান সাথে পুরো পরিবার শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আপনারা কেউ কি কোনো ভাবে এদের সাহায্য করতে পারেন? প্লিজ আমাকে জানাবেন।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা পরিস্থতি ভয়াবহ। শহরের দিকে মানুষ কিছুটা সচেতন হলেও গ্রামে একেবারেই নন। ধর্মান্ধতাও এই ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে। এখনই সরকারের উচিত তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা আন্দোলন ছড়িয়ে দেওয়া। তা না হলে আর ১০ বছর পরে কি হবে চিন্তাও করতে পারিনা।
ই-মেইলে যোগাযোগ করুন
জুলাই ৩১, ২০১২; ৩:১৮ অপরাহ্ন
জাম্বিয়া তথা দক্ষিণ আফ্রিকায় এমন কী আকর্ষন আছে যার জন্য বাঙালিরা সেখানে যেতে এত বিপদসঙ্কুল পথে পা বাড়াচ্ছে–সেটা আমার বোধগম্য নয়।
সত্যি বলতে হচ্ছে–আমি এখানে, মানে আস্ট্রেলিয়াতে দেখছি দক্ষিণ আফ্রিকা থেকে সহস্র সহস্র লোক চলে আসছে–সেখানকার বিশৃঙ্গখল, দূর্ণীতি, সন্ত্রাশ ও অভাবের হাত থেকে পরিত্রাণ পাবার জন্য।
এই অবস্থা জাম্বিয়ার ব্যাপারেও।