০
১২৬৩ বার পঠিত
আমার লেখা রাজনৈতিক বই ‘জাসদের উত্থান-পতন, অস্থির সময়ের রাজনীতি‘ বই নিয়ে নানান আলোচনা, সমালোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে বলে জানা যায়। বিবিসি বাংলার সাপ্তাহিক আয়োজন ‘এ সপ্তাহের সাক্ষাৎকার‘ অনুষ্ঠানে অংশ নিই। এখানে আমি রাজনৈতিক দলের ইতিহাসকে ‘নির্মোহভাবে’ তুলে ধরার চেষ্টা করেছি। বিবিসি বাংলার পক্ষে আমার সাক্ষাৎকার নিয়েছেন আকবর হোসেন।
আগ্রহী পাঠকরা পুরো আলোচনার অডিও শুনতে বিবিসি বাংলার এই লিংকে ক্লিক করে শুনতে পারেন।
ই-মেইলে যোগাযোগ করুন