ট্রিকস্টার পুরাণ – ১১

4 মতামত পাওয়া গেছে

টপিকটা অত্যন্ত জটিল। ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পারিনা।

    আমার মনে হয় বিষয়টা জটিল না, বরং বেশ উপভোগ্য। আমি বেশ কয়েক বছর ধরে ট্রিকস্টার বিষয়টা নিয়ে পড়ছি। প্রাচীন প্রত্যেক সভ্যতায় অন্তঃত একটা করে ট্রিকস্টার চরিত্র আছে। ইংরেজি সাহিত্যে ট্রিকস্টার নিয়ে প্রচুর গবেষণা এবং রচনা আছে। কিন্তু বাংলায় সে তুলনায় কিছু নাই বললেই চলে। আমাদের পঞ্চতন্ত্রে,জাতকের গল্পে শিয়াল, কাক ইত্যাদি প্রাণির চালাকির গল্প আছে। এছাড়া রূপকথায় সেরকম ট্রিকস্টার চরিত্র আছে। কিন্তু তাদের নিয়ে আলাদা করে কোন স্টাডি হয়েছে বলে আমার জানা নেই।

    পঞ্চতন্ত্রের কাহিনীগুলো একেবারেই একাডেমিক উদ্দেশ্যে লেখা। সব দেশেই কি এইভাবে চালাকী শেখানোর জন্য ট্রিকস্টারদের কাহিনী কাজে লাগানো হয়?

      শুধু চালাকি শেখানোর জন্য না, চালাকির পরিণতিতে ট্রিকস্টারকে ফলভোগ করতে হয়। ট্রিকস্টার গল্পগুলি আসলে প্রাকৃতিক পরিবেশে মানুষ নিজেকে কীভাবে মানিয়ে নিবে সেই শিক্ষা দেয়, এতে সামাজিক,নৈতিক শিক্ষাও আছে। বেশির ভাগ জনগোষ্ঠীতে এসব গল্প মুখে মুখে প্রচলিত এবং বংশ পরম্পরায় এসব গল্প বারবার রিপিট করা হয়। সমাজের সকলের জন্য এ গল্পগুলো একটা বন্ধনের কাজ করে।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।