০
৭৩১ বার পঠিত
তবুও বলব কথা
লিখে যাবো আরো,
প্রশ্নের তীর ছুড়বোই
মানবো না কোন কথা কারো।
এভাবে যায় কি রোখা
মুক্ত স্রোতের ধারা?
আলোর মিছিলে-
পথে যে নেমেছি আমরা।
মৌলবাদের শিকড়ে শিকড়ে
হানবোই আঘাত,
যুক্তির হাতিয়ারে ভাঙবোই
মগজের নিরেট প্রাসাদ।
ধর্ম যেখানে আফিমের মত
ছড়ায়ে রয়েছে নেশা,
আমরা সেখানে জ্বালায়ে আলো
দেখাবোই নব দিশা।
বিশ্বাসের নরম সুখের ছায়াতলে
ঘুমিয়ে হবে কি আর-
জাগছে প্রজন্ম দলে দলে?
নতুন আশা, নতুন স্বপ্ন বুকে নিয়ে
যাবোই এগিয়ে পায়ে পায়ে।
ই-মেইলে যোগাযোগ করুন