০
১৩২৩ বার পঠিত
যুদ্ধ আসছে- যুদ্ধ আসছে- তার হাওয়া পাই টের,
তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে- সভ্য অসভ্যের।
এই যুদ্ধের দেশ সীমা নাই,
মিথ্যার কাছে- শত্রু সবাই,
যেখানে সত্য সেখানে যুদ্ধ- মানুষ হত্যা করে-
এই যুদ্ধের নিস্তার নেই- শিকারের মতো মরে।
বই লিখে আর আলোচনা করে- কঠোর এই বাস্তবে,
মূর্খরা সেটা বোঝার আগেই- পৃথিবী ধ্বংস হবে।
বই হাতে নিলে মারা’তো যাবেই,
মূর্খের কাছে এর দাম নেই,
সত্য জেনেও শুধু শুধু কেন মিথ্যার হাতে মরো?
তোমাকে মারবে যতক্ষণ তুমি নিজে না অস্ত্র ধরো।
এই যুদ্ধ স্রষ্টার সাথে- পৃথিবীর মানুষের,
যুদ্ধ আসছে- যুদ্ধ আসছে- তার হাওয়া পাই টের,
তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে- সত্য অসত্যের।
ই-মেইলে যোগাযোগ করুন