০
৮৯৮ বার পঠিত
দুই লক্ষ বছর আগে
এ হাত যার স্পর্শ পেয়েছিল
সে ছিল আমার প্রেমিক।
তোমরা কি তাকে কোথাও দেখেছো?
আমি ভুলে গেছি তার অবয়ব,
শুধু মনে আছে তার চোখে
ফুটেছিল রক্তকরবী!
রক্তাক্ত দৃষ্টিতে কাম ছিল না,
ছিল প্রেম।
পুরুষের প্রেমাতুর চোখ বয়ে আনে নরকের আগুন!!
সে পাপী আগুনে নিমেষে জ্বলে যেতে পারে আহ্লাদিত বালিকার প্রেম,
গলে যেতে পারে নিষ্পাপ নিটোল দেহ!
কিন্তু আমার প্রেমিকের চোখে আগুন ছিল না,
ও চোখ শীতল ছিল,
ও চোখ বয়ে এনেছিল অমরালয়ের শোভন কিরণ।
ও চোখে কোনো পুরুষের ছায়া ছিল না,
মাতা মেরী অথবা সরলা কোনো নারীর মতো মমতা ছিল ও চোখে!!
ই-মেইলে যোগাযোগ করুন