০
৯১৪ বার পঠিত
মাঝরাতে ছোটভাই মাহমুদ ফোন করেছে…
কোন এক মন্ত্রী বলেছেন ‘একাত্তরে …২ লাখ নারীর সম্ভ্রম-এর বিনিময়ে… তার এই সম্ভ্রম শব্দটিতে আপত্তি…
যা সে আসলে আমায় বলি বলি করেও বলতে পারলো না তা হলো ‘নারীর যোনীতেই কী তাহার সম্ভ্রম?’
খ
নারী, ভাষার বিচারে একটি স্ত্রী-বাচক শব্দ। জীব বিজ্ঞানের দৃষ্টিতে যে কোন প্রজাতির সেই অংশ যাহার শরীর সন্তান বা প্রজন্ম ধারণ ও প্রসব করতে সক্ষম। আর নারীর শরীরে যে অংশ এ কাজটি করে তাকে গর্ভ বলে। মানবের নারী প্রজাতির গর্ভ গৃহের দ্বার হলো যোনী। যার শরীরে যোনীদ্বার আছে তিনিই নারী। অর্থাৎ যোনী নারীত্বেরই সমার্থক।
দূর্গ নগরের দ্বার ভেঙ্গে শত্রু প্রবেশেই নগর পতন…
গ
বৃক্ষের যোনী ফুল। তা খোলাই থাকে, সকলের জন্যই…। আগে আসলে আগে পাবেন প্রকারে কীট পায়ে পায়ে পুংরেনু বহন করে স্ত্রী রেনুর সঙ্গে মিলন ঘটায়। আদি বৃক্ষের অবশ্য এসব ঝামেলা ছিল না, খাওয়ানো-পড়ানোর বিনিময়ে প্রাণীকূলের কাছ হতে তার কোন সেবা গ্রহণের প্রয়োজন ছিল না…
আর প্রাণিকূল। কীট হতে সিংহ। মাছ হতে বানর। তথায় স্বয়ংবর সভা। নেচে মুগ্ধ করো, গেয়ে মুগ্ধ করো, লড়িয়া প্রমাণ করো তুমি সক্ষম তুমি পুরুষ!
ঘ
মানবাকৃতির নারী কী চায়? জানা নেই, জানা নেই…
পুরুষ ময়ূরের মত নাচলো, পুরষ কোকিলের মতো গাইলো, পুরুষ সিংহের মত লড়লো… তবু কী সে তার উত্থিত লিঙ্গকে নারীর যোনীদ্বারে উপস্থাপনের অনুমোদন পেলো? জানা নেই জানা নেই…
আহারে হতাশা…
ঙ
আশরাফুল মখলুকাত নাচতে জানে না, আশরাফুল মখলুকাত গাইতে জানে না, আশরাফুল মখলুকাত লড়তে পারে না…
নারীকে তৈরি করবার পর বিশ্বকর্মা তার রংতুলি, হাতুড়ি-ছেনি তুলে রেখে অবসরে গেছেন…
ই-মেইলে যোগাযোগ করুন