০
৭০৯ বার পঠিত
ভয়ঙ্কর এক নারকীয় ও জঘন্য ঘটনার সাক্ষী হয়ে রইলো ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগর। প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অপরাধে এক তরুণীকে ধর্ষণ করেছে তারই জন্মদাতা পিতা, আপন ভাই ও আপন দুই চাচা।
গত সোমবার ২৭ নভেম্বর ২০১৭ তারিখে এই ঘটনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষকদের মধ্যে রয়েছে তার আপন ভাই এবং বাবাও।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরমতে, প্রেমিকের সঙ্গে হতভাগা ও তরুণী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন কয়েকমাস আগে। প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় পরিবারের সম্মানহানি হয়েছে বলে দাবি করে তাকে ধর্ষণ করে তার বাবা, ভাই ও দুই চাচা।
নির্যাতিতা সেই তরুণী বলেন, ধর্ষণের ঘটনার কথা কাউকে জানালে তার পরিবারের সদস্যরা তাকে মেরে ফেলবে। ধর্ষণ করার পরেও তরুণীটিকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে তার পরিবারের লোকজন। ধর্ষণের পূর্বে তাকে একটি বাড়িতে আটকেও রাখা হয়েছিল।
পরে কৌশলে বুক্ত তরুণী পালিয়ে থানায় পুলিসের শরণাপন্ন হোন এবং ম্যাজিস্ট্রেটের সামনে সেদিনের ঘটনার গোপন জবানবন্দী দেন তিনি।
স্থানীয় তদন্তকারী পুলিশ অফিসার কুশল পাল সিং বলেন, প্রেমিকের সঙ্গে মেয়েটি পালিয়ে যায় মাসখানেক আগে। এই অপরাধে মেয়েটি নিজের পরিবারের চার সদস্যদের কাছে ধর্ষিতা হন। মেয়েটি নিজে থানায় এসে বাবা, ভাই ও দুই কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিস কর্মকতা জানান, আটককৃতরা জেরায় স্বীকার করেছে বাড়িতে চারজন মিলে তরুণীটিকে গণধর্ষণ করা হয়েছে।
২৭ নভেম্বর সোমবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তরা সকলকেই গ্রেফতার করা হয়েছে।
তথ্যসূত্র:
১) The Times of India: Dad, brother rape girl for eloping with lover, held
২) The Indian Express: Woman raped by four members of family in Uttar Pradesh
৩) Independent: Woman ‘raped by her family as punishment for eloping’
৪) Times Now: Uttar Pradesh SHOCKER! Woman raped by four family members, including her father and brother, in Muzaffarnagar
ই-মেইলে যোগাযোগ করুন