০
৩২৯ বার পঠিত
নীলকান্ত,কখনো দেখেনি প্রেমিকার প্রেমাক্রান্ত চোখ,
যে চোখে ডুব দিয়ে সানন্দে
অস্বীকার করা যায় পৃথিবীকে..
সে বোঝেনি উচ্ছল প্রেমিকা কেন ঢাকে মুখ
আহ্লাদিত প্রেমিকের বুকে।
.
নীলকান্ত,পায়নি কোনো শীতল হাতের শুভ্র আদর,
পরম মমতায় তার পথে বিছায়নি কেউ প্রেমচাদর!
.
সে উদ্ভাসিত মুখোশে মুখাবয়ব ঢেকে
হাঁটে পৃথিবীর পথে,
গণিকার শরীর খুঁড়ে চলে
সেচ্ছাবিহারী হাতে,
আলো ভেবে ভুল করে নিজেকে মেশায়
আঁধারের সাথে।
.
নীলকান্ত ,মদের গেলাসে ডুবে গিয়ে হাতড়ায় সুখ..
অথচ হৃদয়ে তার শুয়ে থাকে অবাধ্য অসুখ!
ই-মেইলে যোগাযোগ করুন