এটি শুধু ইউরোপের দীর্ঘতম সেতুই নয়। এই সেতু নির্মাণ করা হয়েছে প্রচণ্ড বৈরী আবাহাওয়ায় ব্ল্যাক সি’র ওপর দিয়ে। এটি নির্মাণ করতে সময় লেগেছে মাত্র ৩ বছর।
কী কী আছে ক্রিমিয়া সেতুতে?
১টি ৪ লেনের সড়কসেতু, সঙ্গে ২ লেনের রেলসেতু। অর্থাৎ পাশাপাশি জোড়াব্রিজ। একত্রে বলা হয় ক্রিমিয়া ব্রিজ। প্রচণ্ড উত্তাল সমুদ্র আর কনকনে ঠাণ্ডার মধ্যে এই সেতু নির্মাণ করা হয়েছে।
এখন রাশিয়ার ক্রিমিয়া সেতু ও বাংলাদেশের পদ্মা সেতুর মধ্যে মোটাদাগে কিছু পার্থক্য দেখার চেষ্টা করি।
নির্মাণ সময়:
ক্রিমিয়া সেতু – ২০১৮
পদ্মা সেতু – ২০২০
দৈর্ঘ:
ক্রিমিয়া সেতু – ১৮.১ কিমি
পদ্মা সেতু – ৬.১৫ কিমি
স্প্যান:
ক্রিমিয়া সেতু – ২২৫ মিটার (সর্বোচ্চ স্প্যান ২২৭ মিটার)