০
৯৯১ বার পঠিত
সম্প্রতি নবযুগ ব্লগে দাউদ হায়দার-এর ‘নারীবাদী ছিনাল লেখিকা‘ শিরোনামের লেখা বিষয়ে অনেক লেখক-পাঠক তীব্র আপত্তি জানিয়েছেন। অনেকেই জনাব হায়দারের লেখা উক্ত কবিতাটি নবযুগ ব্লগ থেকে সরিয়ে নেয়ার অনুরোধ করেছেন। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ব্লগ মডারেশন প্যানেলে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।
নবযুগ ব্লগের নীতিমালা অনুযায়ী যেহেতু নবযুগ ব্লগ একটি কমিউনিটি ব্লগ এবং কমিউনিটি ব্লগের কোন লেখাই সম্পাদকমণ্ডলী থেকে নিয়ন্ত্রণ করা হয় না। নবযুগ ব্লগের সকল পোস্ট প্রত্যেক লেখক কর্তৃক স্বাধীনভাবে প্রকাশিত। এই বিষয়ে নবযুগ কর্তৃপক্ষের কোন দায় নেই। এবং নবযুগে প্রকাশিত প্রতিটি লেখার দায়িত্ব সংশ্লিষ্ট লেখকের নিজস্ব। তাই কোন লেখকের লেখার বিষয়ে নবযুগ কর্তৃপক্ষ কোনরকম দায়ভার গ্রহণ করবে না। তেমনি যে কোন লেখার বিষয়ে আপত্তি বা ভিন্নমত প্রকাশের অধিকার অন্যান্য সকল লেখকেরও রয়েছে। তাদের লেখার বিষয়েও ব্লগ কর্তৃপক্ষ কোনরূপ দায় বহন করবে না।
নবযুগ ব্লগ সবসময়ই লেখকের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। আবার ব্লগের লেখক-পাঠকদের মতামতকেও নবযুগ ব্লগ সম্মান প্রদর্শন করে। উদ্ভূত বিষয়ের প্রেক্ষিতে ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট লেখককে লেখক-পাঠকদের আপত্তির বিষয়টি জানিয়ে লেখাটির বিষয়ে তাঁর সিদ্ধান্ত (প্রত্যাহার কিংবা বহাল রাখা) জানানোর অনুরোধ জানিয়ে ই-মেইল করা হয়েছে। লেখকের সিদ্ধান্ত জানার পরেই ব্লগ কর্তৃপক্ষ আলোচ্য লেখাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
নবযুগ ব্লগ শুরু থেকেই প্রতিটি লেখকের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আপসহীনভাবে অঙ্গীকারবদ্ধ। তারপরেও প্রতিটি লেখকদের নিজ নিজ লেখার বিষয়ে আরও সচেতন থাকার প্রয়োজন বলে ব্লগ কর্তৃপক্ষ মনে করে।
আপডেট: (২২ নভেম্বর ২০১৭)
লেখকের কাছ থেকে কোনো ফিরতি মেইল পাওয়া যায় নি। এ প্রেক্ষিতে লেখকের সাথে ব্লগ মডারেশন প্যানেলের একজন সদস্যের টেলিফোনিক যোগাযোগ হয়েছে। লেখক জানিয়েছেন এ বিষয়ে তিনি কোনো ই-মেইলের জবাব দিবেন না। তিনি উপর্যুক্ত ওই লেখা বহাল রাখবেন বলে স্পষ্টভাবে জানিয়েছেন। যেহেতু তিনি তাঁর লেখাটি প্রত্যাহার করবেন না, সেহেতু লেখকের মতপ্রকাশের অধিকার বিবেচনায় লেখাটির বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলো।
ই-মেইলে যোগাযোগ করুন