১৩৪২ বার পঠিত
হুমায়ুন-রাজিব-অভিজিৎরা চলে যায়,
থেকে যায় অভি ও জিত, দশ বিশ
রক্ত বীজ, বিষলয় থেকে বৃক্ষ হয়,
রক্তশহীদ চেতনায় জেগে থাকে অহর্নিশ।
ব্রুনোকে পুড়িয়েছো তোমরা
অন্ধ করেছো গ্যালিলিও,
পৃথিবীটা তবুও ঘোরে,
এই সত্যটাই আজ জেনে নিও।
যুগে যুগে ওরা প্রমিথিউস
বেঁধেছ ওদের পাহাড় ককেসাসে
ঠুকরে-খাওয়া নাভিটা ওদের
পূনঃজাগে, মরণ পেরিয়েও ওরা হাসে।
পচা ভূবনের ধর্মদূষণ
পিদূরণে, জীবন দিয়েছে ওরা,
পৃথিবী ঘুরছে, ধরণী বদলাবে,
বন্ধ হবে না নাস্তিক্য-চাকা ঘোরা।
কে তুমি বর্বর,পাষাণ হৃদয়
বাজাও মারণ বিষের বাঁশি,
গোটা বিশ্ব আজ ধিক্কার তুলছে,
আজ কিংবা কাল,তব বিশ্বাসের হবেই ফাঁসি।
– সুরেশ কুণ্ডু
কলকাতা, ভারত
ই-মেইলে যোগাযোগ করুন