প্রাচীনভারতে জ্ঞানবিস্তার ও ধর্মবিশ্বাস

7 মতামত পাওয়া গেছে

অনেক কিছু জানা গেল, ভাল লিখেছেন। ধন্যবাদ।

আপনার পোস্টে অনেককিছু জানা গেল। আর একটা কথা, হিন্দু ও বৌদ্ধ ধর্মের সাথে ইসলাম বা খ্রিস্টান ধর্মের মিল অমিল কি দেখানো যাবে?

    ভবঘুরে, আপনি আমার পোস্টটি ধৈর্যসহকারে পড়েছেন বলে খুশি হলাম। এজন্য ধন্যবাদ।

    আপনি প্রশ্ন করেছেন-

    “হিন্দু ও বৌদ্ধ ধর্মের সাথে ইসলাম বা খ্রিস্টান ধর্মের মিল অমিল কি দেখানো যাবে?”

    ধর্ম বিষয়ে যতটুকু জানি তা হল, হিন্দু ও বৌদ্ধ ধর্মের সঙ্গে ইসলাম বা খ্রিস্টান ধর্মের অমিলই অমিল। মিল যৎসামান্য। বরং বলা যেতে পারে হিন্দু ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের মিল মোটামুটি বেশি। অপরদিকে, ইসলাম বা খ্রিস্টান ধর্মের সঙ্গে ইহুদি ধর্মের খুব মিল লক্ষণীয়। ইসলাম ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের মিল অনেকটাই। সেইজন্যই এগুলিকে সিমেটিক ধর্ম বলা হয়। তবে এ বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা সম্ভব নয়। এ বিষয়ে আলাদা পোস্টে আলোচনা করা যায়। তখন হয়তো বের করা সম্ভব হবে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের কতোটা মিল, কতটা অমিল।

ভাই ভবঘুরে, যে কোন একাধিক বস্তু বা বিষয়ের মধ্যে মিল অমিল খুজতে হলে তার ডি, এন,এ, খুঁজতে হবে। দেখুন পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের জন্ম মধ্যপ্রাচ্যে, আর সনাতন বা হিন্দু ধর্মের জন্ম ভারতে।

 

এই চারটার বাইরে পৃথিবীতে আর কোথাও এতো প্রভাবশালী কোন ধর্ম আসে নি।

 

অতএব ইহুদি, খ্রিস্টান ও ইসলাম এই তিনটির মধ্যে কিছু মিল বা অমিল পাবেন, কিন্তু সনাতন বা হিন্দু ধর্মের সাথে না।

ভারতবর্ষে প্রধানত তিনটি ধর্মের উৎপত্তি। সনাতন বা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। বৌদ্ধ এবং জৈন ধর্মকে বলা হয় প্রতিবাদী ধর্ম বা নাস্তিক ধর্ম।

 

সনাতন বা হিন্দু ধর্মে নাস্তিক বলা হয় যারা বেদ বা বৈদিক ধর্ম বিশ্বাস করে না। বস্তুত বৌদ্ধ ও জৈন ধর্মের প্রবক্তাদের প্রতিবাদ ছিল ব্রাহ্মণদের বিরুদ্ধেই। তাই বৈদিক ধর্মের কিছু মন্দ দিকের সংস্কার করেই এই দুটি ধর্মের উৎপত্তি। সনাতন ধর্মে বিশ্বাসীরা দলে দলে বৌদ্ধ ধর্মে চলে আসতে লাগল।

 

ব্যাপারটা এতো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল যে, সনাতন ধর্মের ধারক ও বাহকরা আতঙ্কিত হয়ে পড়ল এবং বিপন্নবোধ করতে থাকল। এই ধর্মীয় অক্টোপাস থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কৌশল আবিষ্কার করল সনাতন ধর্মের ধারক ও বাহকরা। সেযাত্রা রক্ষা হলেও পরবর্তীতে আবারও সনাতন ধর্ম সংকটাপন্ন হল। কী সেই সংকট? ইসলাম ধর্মের আগ্রাসন। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে বিপুলসংখ্যক অন্ত্যজ শ্রেণি  তারা ধর্মান্তরিত হতে থাকল ভয়ে কিম্বা ঘৃণায়। সে ধারা আজও  অব্যাহত। পাশাপাশি খ্রিস্টান ধর্মেরও প্রেমে পড়ে গেল হিন্দু ধর্মের একটা বড় অংশ। এক্ষেত্রে যতোটা না ছিল পরকালের ভয়, তারচেয়ে ইহজাগতিক লোভই ছিল বেশি।

বিস্তারিত লিখুন । আশায় রইলাম ।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।