প্রাচীন ভারতবর্ষের বুকে তরুণ পুঁজির উদ্ভব

1 মতামত পাওয়া গেছে

“আপাত অসঙ্গতির মধ্যেই সূত্র লুকিয়ে থাকে।” গোয়েন্দাদের এই সাধারণ নিয়ম অনুসরণ করে ভারতীয় কাহিনীগুলোর অসঙ্গতি থেকে সূত্র আবিষ্কারের চেষ্টা বহুকাল ধরে করেছি। কিন্তু কিছুই উদ্ধার করতে পারিনি। আপনার লেখা না পড়লে কোনোদিনই পারতাম না। আপনার ক্রিয়াভিত্তিক সূত্র ধরে সবকিছু নতুনভাবে জানতে পারছি।
আপনার ধাক্কায় চালিত হয়ে কয়েকটা আবিষ্কার পোস্ট করেছি। আপনি যদি একটু কষ্ট করে পড়েন এবং সংশোধনী মতামত দিয়ে আনলিমিটেড ভুলভাল থেকে কিছুটা রক্ষা করেন তবে পাঠকের কষ্ট বেঁচে যায়।
https://nobojug.blog/node/author/9d2263a14044c9a8


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।