ফরজ আলীর ঈদ উদযাপন – ১

9 মতামত পাওয়া গেছে

সুন্দর  এবং আলাদা স্বাদের লেখা।

    অনেক অনেক ভালো লাগছে আপনাদের মতামত পেয়ে। আসলে আমি ব্লগিং করা জানি না । আলমগীর ভাই পোস্ট করে দিয়েছেন । উনাকে ধন্যবাদ ।  আপনাদের  মতামত পেয়ে উৎসাহিত হলাম । ধন্যবাদ

পড়ে রয় ফুলীর জন্য জামার তাগাদা, পড়ে রয় ফুলীর মায়ের অনাহারী পাকস্থলী, ভালবাসা ভরা চোখের জল।

জাহাঙ্গীর খানের প্রথম লেখাই হৃদয় ছুয়ে গেল যেন।

যেমন প্রাণবন্ত বাস্তব জীবনের কাহিনী, তেমন লেখার চমৎকার ধরণ।

সিরিজটা বেশ জমবে মনে হচ্ছে। স্বাগতম!*viannen_01*

ভালো হয়েছে জাহাঙ্গীর ভাই ফেসবুকে অবশ্য আগেই পড়ছি এখানেও লেখা টা দেখে আরেকবার পড়লাম।আর এই ব্লগে আপনাকে দেখে খুবই ভালো লাগলো আশাকরি নিয়মিত আপনার লেখা পাবো এখানে

আমরা কেউ ধর্ম নিয়ে হানাহানি, কাটাকাটিতে ব্যস্ত। আবার কেউ ধর্ম নিয়ে বিরামহীন খুচাখুচি, বাদ-অপবাদে।

এসব কিছুর মাঝে জীবনের এ টানাপোড়েন-ই যে আসল সত্য। লেখককে সাধুবাদ ব্লগে ভিন্নতার ছোয়া আনয়নের জন্য।

লেখার জগতে আমি খুব ই কাচা । তবুও ভালো লাগলো জেনে যে , আপনাদের ভালো লেগেছে

কাচাই যদি এমন প্রশংসা পায়, তাহলে পাকা লেখার কি হবে?

নবযুগে স্বাগতম।

থেকে ছুটিতে আসা ঘুষখোর আমলা আর গ্রামের দুরন্দর কিছু লোক।

আল্লাহ্পাক নিজেই ঘুষ খান এবং ঘুষ দেন। নবীজিও তাই করেছেন।

তাই আশ্চর্য হবার কিছু নেই—ঈদ ত ঘুষখোর, বদমাইসদের জন্যই।

এটা কি কাঁচা হাতের লেখা? মোটেই নয়। এটা ত পাকা হাতের লেখা মনে হচ্ছে—এক অনবদ্য ছোট গল্প।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।