০
১৫২৭ বার পঠিত
আমরা দেখবো
এটা নিশ্চিত যে আমরা দেখবো
সেইদিন যে দিনের অঙ্গীকার করা হয়েছে,
রক্তের অক্ষরে যে দিনের কথা লেখা হয়েছে।
যেদিন শোষণ আর নিষ্ঠুরতার পাহাড়
পেঁজা তুলোর মতো উড়ে চলে যাবে।
আমাদের শোষিতের পায়ের তলের মাটি
হৃদকম্পের মতো প্রতিধ্বনি তুলবে।
আর শাসকের মাথার ওপরে আকাশজুড়ে
বজ্রপাত কড় কড় করবে।
যেদিন স্রষ্টার পৃথিবী থেকে
ক্ষমতার পুতুলগুলো সরিয়ে ফেলা হবে।
ক্ষমতাহীন যাদের বঞ্চিত করা হয়েছে
তারা ক্ষমতা ফিরে পাবে।
সমস্ত শিরস্ত্রাণ উড়ে যাবে
সব সিংহাসন ঢলে যাবে।
কেবল নাম রয়ে যাবে স্রষ্টার
যে অদৃশ্য আবার দৃশ্যমান।
যে অভাবনীয় দৃশ্যে থাকে আবার
দর্শকের চোখে থাকে।
শ্লোগান উঠবে, আমিই সত্য
যে সত্য তুমিও আমিও
সত্যের মানুষেরা রাজত্ব করবে
যে তুমি অথবা আমি।
ই-মেইলে যোগাযোগ করুন