বইয়ের দোকানের ‘ক্যাফে’ হওয়ার জাত-বেজাত!

1 মতামত পাওয়া গেছে

অধুনা বাংলাদেশে একটা ট্রেন্ড চালু হয়েছে নিজের গ্যাটের পয়সা খরচ করে বাহারি রঙের প্রচ্ছদে বই বের করা। এর পাশাপাশি রয়েছে পাবলিকের কাছ থেকে ধার করে এনে ফটু তুলে ফেসবুকে পোস্ট দিয়ে দেখিয়ে বলে, ‘এই দ্যাখ আমি এত্তোগুলা বই কিনসি’। অথচ এরা বছরে একটা বইও কিনেছে কিংবা পড়েছে কীনা সন্দেহ। বই পড়ার প্রতি মানুষের আগ্রহ একদমই নেই। এমন কিছু মানুষকে দেখেছি তারা তাদের ড্রয়িংরুম ভর্তি বইয়ের পসরা সাজিয়ে রেখেছে, তার পাশে দামি তানপুরা, তবলা কিংবা গিটার। এদের কিলালেও কোন বইয়ের ভিতরে কী লেখা আছে তার এক লাইনও বলতে পারবে না। আর তানপুরা গিটার বা তবলা বাজানোর তো কথাই নাই। এরা না বোঝে লেখাপড়া, না বোঝে সুর-তাল। এরাই আবার সমাজের এলিট কালচারাল ব্যক্তিত্ব হিসেবে ‘সুপ্রতিষ্ঠিত’।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।