০
১৮৫৪ বার পঠিত
বিশুদ্ধ ভালোবাসা
নাক ফুলিয়ে কাঁদিস কেন?
কাঁদিস কেন ওরে..
কারণ ছাড়াই কষ্ট বাড়াস
বিশুদ্ধ প্রেমের তরে।
বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ প্রেম
খুজে হয়রান সবে,
প্রেমের মাঝে বিশুদ্ধতা
কে পেয়েছে কবে!!
প্রেম আর কাম বন্দি যুগল,
কাম ছাড়া প্রেম নাই,
ভালোবাসাবাসি হরমোনের খেলা,
প্রেমে কাম আসে তাই।
জন্ম দিতে পরের প্রজন্ম,
করতে লালন পালন,
বাবা-মা দেয় শ্রম দুজনেই
শিখায় চাল চলন।
এই করতেই জীবনটা পার,
মিলেমিশে থাকে দুজন।
হরমোনের এই ভালোবাসা খেলায়
সমাজ হয়রে সৃজন।
থাক হরমোন, থাক লালসা
থাকনা আবেগ যত,
প্রেম করে যাও, এর অনুভূতি
নয় অন্য কিছুর মত।
প্রেম হোক বা হোক ভালোবাসা
যে নামেই হোক স্মরণ,
প্রেম ও কামে মুখরিত হোক
সকল প্রাণীর জীবন।
ই-মেইলে যোগাযোগ করুন