০
১০৯৫ বার পঠিত
মিছেই বাচ্চাদের গাল পাড়ো –
ব্লু হোয়েল গেম আমরা সবাই খেলছি।
সিমলার ম্যাল কিংবা লাদাখের খাতের কিনারে
দাঁড়িয়ে আমার হাসিমুখ সেলফি
নিচে অসংখ্য মৃতদেহ সারি সারি কাপড়ে ঢাকা –
আজই কি আমার মৃত্যুদিন নয়?
মদের গেলাস আর ল্যাপটপ নিয়ে
কাটিয়ে দিয়েছি কতদিন
মুখ দেখা হয় নি একান্ত আপন কারও
মা বাবা কিংবা প্রিয়তম –
আঠাস তম দিনটা জীবনে এসেছে কতবার –
ব্লু হোয়েল গেম তো আমরা সবাই খেলছি।
আমরা সবাই উঁচু ছাদে উঠছি
আরও উঁচু, আরও আরও
এতো উঁচু যেন আমার
বন্ধু আত্মীয় প্রিয়জন সবাই
সবাই ছোটো পিঁপড়ের মতো হয়ে যায়
বুঝি না কোন পঞ্চাশতম দিনে
মিশে যাই এই ধুলোর সঙ্গে
এই ঘাস, এই শিশিরবিন্দু মিলে যায়
একাকার হয়ে মেলে আমার রক্তের প্রতিটি কণায় –
মিছেই বাচ্চাদের গাল পাড়ো
নীল তিমি আমরা সবাই॥
ই-মেইলে যোগাযোগ করুন