০
১২৮৯ বার পঠিত
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁও-এর একটি রিসোর্টি থেকে বান্ধবীসহ স্থানীয় লোকেরা আটক করেছে। এরপর মামুনুল হকের কাছ থেকে একটি জোর-জবরদস্তি করে কথা আদায় করার চেষ্টা দেখা গেছে ভিডিওতে।
যারা ভিডিও করছেন তারা এটি বোঝাতে চেয়েছেন মামুনুল হক বিয়ে ছাড়া একজন নারীর সঙ্গে হোটেলে সময় কাটাতে এসেছেন। এটি খারাপ হয়েছে। ইত্যাদি ইত্যাদি।
মামুনুল হক সরকার পছন্দ করছেন না অন্তত খোলা চোখে এমন সব আন্দোলন ও কথাবার্তা বলছেন। ফলে তার পেছনে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো লেগে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা ভিন্ন জায়গায়।
প্রশ্ন হলো, আমার যার খুশি তার সাথে প্রেম করব। এর জন্য কেন আমাকে অন্যের কাছে কৈফিয়ত দিতে হবে? সমাজের কেউ আমার পারসোনাল লাইফে ঢুকে মোরাল পুলিশিং করতে পারে না। যেসব বামপন্থী বন্ধু এই ভিডিও শেয়ার করে মজা নিচ্ছেন তারা শাসকশ্রেণির রাষ্ট্রের সংস্কৃতির ফাঁদে পড়েছেন। তারা স্বাধীন মানুষ না। তারা স্বাধীনতাকে অস্বীকার করা প্যারি কমিউন বিরোধী মানুষ। তারা কমিউনিস্ট হিসেবে নিজেদের দাবি করতে পারেন না।
সাংবাদিকতার নামে গুন্ডামি বন্ধ করুন। মানুষ এসব গুন্ডামি পছন্দ করছে না। সব সাংবাদিক নিশ্চয় আপনাদের মত না। গোটা পেশাকে গণশত্রুতে পরিণত করবেন না। দু’জন পরিণত মানুষ কী করবেন সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে নাক গলানোর জন্য আপনি কোন হরিদাস পাল!?
কারোর রাজনীতির বিরোধীতা রাজনীতি দিয়ে করুন। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হলে এরকম ব্যক্তিগত পরিসরে নোংরামো করবেন। এই নোংরামো আরও বহু নোংরামোর পথ তৈরি করবে। যদি হিম্মত থাকে মামুনুল হকরা যে রাজনীতির কথা বলছে সেটা চোখে চোখ রেখে মোকাবিলা করুন। পেছন পথে এসব নোংরা খেলা অবশ্যই বন্ধ করতে হবে।
মামুনুল হকের কাছে আমাদের জিজ্ঞাসা ঠিক ভিন্ন জায়গায়। আমরা মামুনুল হকের কাছে প্রশ্ন তুলতে পারি, সারাবছর ওয়াজ, মাহফিলে যে নারীর পর্দা নিয়ে বয়ান দেন, দুনিয়ার এক নম্বর সমস্যা হলো নারীর বখে যাওয়া, পর্দা না করা, বিবাহ-বহির্ভূত সম্পর্কে থাকা-এসব মোরাল পুলিশিং থেকে বিরত থাকুন। প্রেম ভালোবাসা পারসোনাল লাইফ। এখানে আপনার নাক, আমার নাক, রাষ্ট্রের নাক গলালে আজকে সোনারগাঁয়ে যা ঘটনা ঘটেছে কাল আমার সাথে ঘটবে পরশুদিন আরেকজনের সাথে ঘটবে।
নারীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বন্ধ্ হোক। রাষ্ট্রের পুলিশগীরি বন্ধ্ হোক। মামুনুল হককে নিয়ে ট্রল না করে বরং এসব প্রশ্ন করুন।
আমরা বামপন্থীরা এরকমই। যারা মত প্রকাশের জন্য আমাদের জীবন নিতে চায়, আমরা তাদের মত প্রকাশের জন্য উল্টো জীবন দিতে প্রস্তুত। কিন্তু লড়াইয়ের ময়দানে আমরা কাউকে চুল পরিমান ছেড়ে দেব না। লড়াই ছিল, চলছে আগামিতেও চলবে।
সূত্র:
১) নারীসহ রিসোর্টে গিয়ে অবরুদ্ধ হেফাজত নেতা মামুনুল হক (ভিডিও)
২) https://youtu.be/dVllrgoE_BU
ই-মেইলে যোগাযোগ করুন