০
১১১৮ বার পঠিত
আলোকচিত্রী শহীদুল আলমের পরিচয় কি ঠিক হয়েছে? তার পেডিগ্রি জানা গেছে? গত কিছুদিন ধরে তাকে রাজাকার খান এ সবুরের ভাতিজা,ভাগিনা,নাতি, নাত-জামাই, ভাগিনী জামাই ইত্যাদি নানা পরিচয়ে পরিচিত করাবার হিড়িক পড়ে যায়। ডিজিটাল ষন্ডারা পাগল হয়ে গিয়েছিল, তারা ভেবে পাচ্ছিল না তাকে ঠিক কি বলবে? কিভাবে তাকে রাজাকারের সাথে সম্পৃক্ত করবে?
গত এক দশক ধরে দেখছি আওয়ামী লীগের দলীয় স্বার্থের সাথে সংঘর্ষ হলেই যে কাউকে রাজাকার, পাকিজাত, জামাতি, বামাতি এসব ট্যাগ দেয়া হচ্ছে। বাংলাদেশের অনেকেই এসব নোংরা নেইম কলিং এর শিকার। দেশের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে এসব ‘সিপি গ্যাং’ এখন আরো বেশি সক্রিয়।
তবে আশার কথা যে এসব নেইম কলিং এখন বুমেরাং হয়ে তাদের উপর ফেরত আসছে। মানুষ জানতে চাইছে যারা কথায় কথায় অপরকে রাজাকার বলছে তারা নিজেরা কি মুক্তিযোদ্ধা ছিলেন? তারা যেহেতু সবাইকে রাজাকার বানাচ্ছে তাহলে তারা হয়ত জানে রাজাকারের সংখ্যা আসলে কত? তারা কি সেটা জানে? তাদের পরিবারে, আত্মীয়-স্বজনদের মধ্যে যারা স্বীকৃত রাজাকার আছে তাদের কি বিচার হবে?
মুক্তিযোদ্ধাদের ছবি দেখলে বুঝা যায় এদেশের আপামর সাধারন মানুষেরা জীবন পণ রেখে মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযোদ্ধা, গেরিলাদের মধ্যে কোট পরা ভদ্রলোক ক’জন ছিল? তেমন বিশেষ কোট পরা মুক্তিযোদ্ধার ছবি কি আছে?
মুক্তিযোদ্ধার ছেলে/নাতি যদি এখন দেশের সম্পদ লুটপাটের কারিগর হয়, ব্যাংক-বীমা লুট করে, বন উজাড় করে, সংখ্যালঘুদের দেশছাড়া করে, শেয়ার বাজার লুট করে, ব্রীজে রড না দিয়ে বাঁশ দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে তাহলেও তাকে/তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মান দিতে হবে? একবারের মুক্তিযোদ্ধা কি চিরকালের মুক্তিযোদ্ধা? আজকের হিসাবে রাজাকার, হানাদারের ভূমিকায় থাকলেও মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে তাদের নাতি-পুতি সহ কি মুক্তিযোদ্ধার সম্মান পাওয়ার যোগ্য?
তাই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা বন্ধ করুন, এটি কোন দলের একক সম্পত্তি নয়। স্বাধীন বাংলাদেশ কারও বাপ-দাদার একক অর্জন নয়। মুক্তিযুদ্ধ এবং স্বাধীন একটা দেশ বাংলাদেশের সাধারন মানুষের সংগ্রামের ফসল। এটি ক্ষমতায় যাবার কোন সিঁড়ি নয়। ক্ষমতায় যাবার হীন স্বার্থে মুক্তিযুদ্ধকে কলংকিত করাটাকে,ব্যক্তি বা দলের সম্পত্তি বানানোটাকে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তারা দেখবে এখন আপনার ভূমিকা কি? আপনি যদি এখনকার সময়ের রাজাকার, হানাদার হোন তাহলে এ ‘ডিজিটাল যুগে’ শুধু অতীত চেতনা বিক্রি করে পার পাবেন না।
ই-মেইলে যোগাযোগ করুন