১
২৫৭৪ বার পঠিত
কিছুদিন আগে, যেদিন শাল্লা উপজেলার হিন্দু গ্রামে হেফাজতে ইসলাম সমর্থকদের হামলা হল, আমি সেই নিউজটা পড়েই ঘুমুতে গিয়েছিলাম। সেদিন রাতেই একটা বিদ্ঘুটে স্বপ্ন দেখলাম। বুঝতে পারছি না, স্বপ্নটা কি আমার উর্বর মস্তিস্কের চিন্তার ফল নাকি এই হামলা ভাংচুরের ঘটনার প্রেক্ষিতে এক দুঃস্বপ্ন। তবে মজার বিষয় হল, আমি নাস্তিক হয়েও মনে হচ্ছে জান্নাতি। কারণ আমি নবী মুহাম্মদকে স্বপ্নে দেখছি। আর কে না জানে, যে ব্যাক্তি মুহাম্মদকে স্বপ্নে দেখবে, তার জন্য জান্নাত নির্ধারিত।
ঘটনাটা খুলেই বলি। স্বপ্নে দেখলাম, আমি মরুভুমিতে দাড়িয়ে আছি। দুপুর বেলা। কড়া সূর্যের তাপ। একটু দূরে একটা বড় তাঁবু টানানো। কৌতুহল নিয়ে তাবুর দিকে এগিয়ে গেলাম এবং তাবুতে প্রবেশ করলাম। তাবুতে প্রবেশের সাথে সাথে শরীর বেশ শীতল হয়ে এল। শুরুতে তাবুর ভিতরে কিছুই দেখতে পাচ্ছিলাম না। খানিকক্ষণ পর দেখতে পেলাম তাবুতে বেশ কিছু মানুষজন। তারা এখানে ওখানে জটলা করে আছে, সবাই একে অন্যের শরীরে ঢলে পড়ছে।
আমি নিজেকে আবিস্কার করলাম, যে তাবুর এক কোনায় বসে আছি। কিছু লোকজনকে চেনা চেনা মনে হল। মনে হল, তাদেরকে কোথায় যেন দেখেছি। তারপর হটাত করে আমার মনে পড়ে গেল, আরে এদেরকে তো আমি চিনি। এরা হল, হেফাজতে ইসলামের শাহ আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক। আমি বেশ ঘাবড়ে গেলাম, এরা এখানে কেন, অথবা আমিই বা এদের মাঝে কেন? তারপর যে জিনিসটা আমি উপলব্ধি করলাম, তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওনারা তিনজন সমবেত ভাবে যৌনক্রিয়ায় লিপ্ত। ওনাদের তিনজনের সাথে দুজন রূপসী নারীও ছিলেন। অবাক হলাম, ওনারা তিনজন তাহলে উভয়কামী। সাথেই সাথেই মনে হল, হবেই বা না কেন? মাদ্রাসা গুলোতে তো নিয়মিত শিশু ধর্ষণ হয়ে চলেছে।
এমন সময় উপলব্ধি করলাম, কারা যেন তাবুর মধ্যে প্রবেশ করছে এবং সবাই, আহলান ওয়াসাহালান বলে উঠল। আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, নবী মুহাম্মদ এবং শেখ হাসিনা এসেছেন। আমি একরকম দ্বিধায় পড়ে গেলাম। কি হচ্ছে এসব। নবী মুহাম্মদকে দেখলাম, শেখ হাসিনার হাত ধরে আছে। এবং ওনারা দুজন একটা জায়গায় গিয়ে বসল। তাদের দিকে তিনজন নগ্ন নারী এগিয়ে গেল এবং হাসিনা ও মুহাম্মদকে বিবস্ত্র করে ফেলল। এরপর মুহাম্মদ শেখ হাসিনার সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হল। আমি যা দেখছি, তা বিশ্বাস করতে কষ্ট হল। শেখ হাসিনাকে অনেক তৃপ্ত দেখা গেল, বলেতে শোনা গেল – আমি জান্নাতি, নবি মুহাম্মদ আমাকে গ্রহণ করেছেন, যতদিন আমি বেচে আছি দেশ মদিনা সনদে চলবে, আল্লাহু আকবার। সাথে সাথে তাবুর ভিতর সবাই আল্লাহু আকবার বলে উঠল। এরপর আমি দেখলাম আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক শেখ হাসিনা এবং নবী মুহাম্মদের সাথে এক হয়ে যৌনক্রিয়া চালিয়ে যেতে লাগল।
আমি একই সাথে উত্তেজনা অনুভব করছি এবং ঘামছি। এমন সময় খেয়াল করে দেখলাম কে যেন আমার হাত ধরে টানছে এবং বলছে নবী মুহাম্মদ আপনাকে ডাকে। আমার মনে হল এই লোক আবু বকর। ভয়ে আমার পানি তেষ্টা পেল এবং ঘুম ভেঙ্গে গেল।
ঘুম ভেংগে যাবার কিছুক্ষণ পরেও আমার মধ্যে এক অদ্ভুত অনুভুতি হতে লাগল। আমি কোনভাবেই নিজেকে স্থির করতে পারছিলাম না।
ই-মেইলে যোগাযোগ করুন
আগস্ট ২৭, ২০২১; ১২:২৪ পূর্বাহ্ন
কট্টর নাস্তিক।