১১
১৫৪৫ বার পঠিত
স্থান -স্বর্গ ( চারিদিকে সূর্য-চাঁদ একসাথে দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ) একদিন নারায়ণের কী খেয়াল হল তিনি নিজেকে চারটি ভাগে ভাগ করে ফেললেন। নারদ সেখান দিয়ে যেতে যেতে দেখলেন লক্ষ্মী দেবী বাঁ দিকে নিজের জায়গায় বসে আছে আর লক্ষ্মণ সেজে এক খন্ড ছাতা ধরে আছে, এক খন্ড শত্রুঘ্ন সেজে চামর দোলাচ্ছে আর হনুমান (কোত্থেকে উড়ে এল তার ব্যাখ্যা নাই) দুহাত জোর করে বসে আছে সামনে। এইটা দেখে নারদের এত ভালো লাগল যে তিনি ব্রহ্মাকে সঙ্গে নিয়ে শিবের কাছে গেলেন বিষয়টা জানতে। শিব তখন বললেন যে আজকালকার মত করে নারায়ন চার ভাগে ভাগ হবেন। রাম নাম হবে তার প্রথম ভাগের। আর রাম নাম নিলেই সব পাপ মুক্ত হবে। কে খুউউউব পাপী আছে ভেবে দেখো, তাকে গিয়ে আমরা রাম বলিয়ে আসি। তখন ভেবে দেখা গেল যে চ্যবন মুনির ছেলে রত্নাকর, প্রচুর খুন-টুন করে, ডাকাতি করে সেরা পাপীর খেতাবের অধিকারী। কাজেই প্রথমে তাকে দিয়েই রাম বলানো যাক।তখন ব্রহ্মা ও নারদ দুজনে সন্ন্যাসী সেজে সেই বনে গেল। একটা লোহার মুগুর নিয়ে সেখানে অপেক্ষা করছিল রত্নাকর। ব্রহ্মাকে যেই মারতে যাব অমনি তার হাত অসাড় হয়ে গেল। তখন সে বলল সন্ন্যাসী, তোমাকে মেরে তোমার জামা-কাপড় আমি চাই, জিনিসপত্রও। ব্রহ্মা হেসে বলল তুমি কী জান পাপ কী? বলেই তিনি বলতে শুরু করলেন পাপ কী, পুণ্যেরও আগে পাপের কথা এল- একশ শত্রু মারলে যত পাপ তার চেয়ে বেশি পাপ একটি গরু মারলে, একশ গরু বধের পাপ একটি নারীকে মারলে, একশ নারীকে=একটি ব্রাহ্মণ আর ১০০ ব্রাহ্মণ=একজন সন্ন্যাসী। তুমি এত পাপ করছ কে তোমার পাপের ভাগ নেবে? রত্নাকর বলল আমার বাড়ির চারজন লোক, বাবা-মা, আমি আর বউ, চারজনে ভাগ করে নেব পাপের ভাগ। ব্রহ্মা বলল জেনে এসো তারা নিতে রাজি কি না। রত্নাকর বললে, তুমি ব্যাটা পালিয়ে যাবার ধান্দা করছ।ব্রহ্মা বললো সত্যিই বলছি বসে আছি, যাও
-রত্নাকর বাড়ি এসেই বাবা চ্যবণের কাছে গেল, গিয়ে বলল আমি যা রোজগার করি তা তুমিও খাও-নিশ্চয়ই তুমি আমার পাপের ভাগও নেবা? বাবা বলল যখন তুমি ছোট ছিলে আমি ছিলাম বাবা, কীভাবে তোমাকে খাইয়েছি তা তোমার জানার কথা নয়। এখন আমি ছেলে হয়ে গেছি তুমি বাবা কাজেই তুমি কীভাবে খাওয়াচ্ছ আমি জানব না। তুমি তোমার কর্তব্য করেছ মাত্র।
এরপর সে গেল মার কাছে তিনিও বললেন মাতৃঋণ শোধ কর আগে খাইয়ে-পরিয়ে তারপর ওসব কথা শুনব,বউও বলল, বিয়ে যহন করস আমার খাওয়া পরা দিতেই হইব, পাপ করে আনলা না পুণ্য করে আনলা আমার কনসার্ণ নয়। এইসব শুনে রত্নাকর কাঁদতে বসল। তারপর ব্রহ্মার কাছে আবার গেল জানতে যে এই পাপ কেউই নেবে না কাজেই আমিও করুম না। রোজগারই করব না। তখন ব্রহ্মা তাকে রাম বলতে বলল। কিন্তু হায় সেই পাপ মুখে রামনাম উচ্চারণ হল না।তখন ব্রহ্মা বলল মৃত মানুষকে যা বলে ডাক তাই বলে যাও অনবরত, তাইলেই হবেনে। তখন থেকে রত্নাকর কেবল মরামরা মরা করতে করতে কখন যেন বলে ফেলছে রাম রাম… বলতে বলতে… ষাট হাজার বছর পর আবার ব্রহ্মা ফলাফল দেখতে এল সেই বনে এসে কিছুই দেখতে পায় না, তখন সে বৃষ্টি নামাল ও একটি বল্মীক বা উঁই ঢিপির মাটি ধুয়ে কঙ্কালসার রত্নাকরকে দেখতে পেল ও নাম দিল বাল্মিকী। এবং এও বলে গেলেন যে তুমি এবার কবিতা লিখতে পারবে।এই কথা শুনে বাল্মিকী ভাবতে বসল আবার, ভাবতে ভাবতে একদিন এক ব্যাধ এসে হঠাৎ মিলনাবদ্ধ একটি বকযুগলকে এক তীরে মারলে তার চোখের সামনে তখন সেই দৃশ্য দেখে তার মুখ থেকে অজানিতে বেরিয়ে এল–“মা নিষাদ”-
বাল্মীকি তো হঠাত মনের দুঃখে লিখে ফেললেন, পর পর চারটে লাইন লিখেই তার মনে হল কাকে শোনানো যায়। এগুলোর মানেই বা কী দাঁড়াল। চলবে কি না, এইসব। সব কবিদেরই এই একই রোগ, লিখেই শোনানো দরকার, আশপাশের লোকের ঝকমারির একশেষ, শুনে খারাপ বললেও বিপদ আবার…যাক গে, বাল্মীকি তখন সেই চারটে লাইন নিয়ে গেলেন সেখানে, যেখানে ভরদ্বাজ ও তার শিষ্য বসে আছে, এদিকে গল্রর লোভে নারদও সেখানে এসে উপস্থিত, বেশ একটা সুন্দর আড্ডায় সকলেই বলল যে এটা ভালো লাইন, আর লেখাটার মধ্যে বড় লেখার সম্ভাবণা প্রচুর। নারদ একটা আউটলাইনও বলে দিল, যে এভাবেও লিখে ফেলতে পারেন, যদি দাঁড়িয়ে যায়… সেই কথায় বাল্মিকীও উৎসাহ পেলেন খুব। প্রথমেই চন্দ্র বংশের কথা লিখলেন। চন্দ্রের অনেক প্রজন্ম পরে মিথি নামে এক রাজা মিথিলা নামে একটা নগর বানালেন, আর সেই মিথিতেই মুখ্য স্ত্রী চরিত্র অর্থাৎ লক্ষ্মী দেবীর জন্ম হবে…
এদিকে সূর্যবংশের প্রথম রাজা নিরজ্ঞন। তার বংশের এক রাজা যুবনাশ্ব। সে বিয়ে করল এক রাজার মেয়ে কালনিমিকে। বিয়ে করলেও সে বউ এর কাছে যায় না, মেশে না। কালনিমি খেপে লাল, সোজা গিয়ে বাপের বাড়ি নালিশ করে দিল, যে বাবা, এমন লোকের সঙ্গে বিয়ে দিলে সে একটি অপদার্থ। তখন শ্বশুর এসে যুবনাশ্বকে তো গালি দিয়ে ভূত ভাগিয়ে দিইয়ে মেয়েকে নিয়ে চলে গেল। যুবনাশ্বের প্রেস্টিজে কেরোসিন, সে তখন গেল মুণীদের কাছে তপস্যায়, পুজোয় খুসী করতে (সম্ভবত এরা কবিরাজী করত)। ব্রাহ্মণেরা সন্তুষ্টএকটা ছেলে চ হলে যুবনাশ্ব সন, মুনিরা বলে বউই নাই তোমার, ছেলে হইব কীভাবে। যজ্ঞ করলে নিশ্চিত রেজাল্ট পাবা, কিন্তু সেই ওষুধ বউকেই খাওয়াতে হবে। যুবনাশ্ব রাজি হয়ে যজ্ঞ করল, যজ্ঞজল পেল, এটা বউকে খাওয়াবে বলে ঘরে রেখে ঘুমাতে গেল। মাঝরাতে এত তেষ্টা পেয়েছে, বেচারি নিজেই সেই জল খেয়ে ফেলেছেন। আর উপায় নেই, পুরুষ গর্ভের সন্তান জন্মালো কিন্তু যুবনাশ্ব বাঁচলেন না। শ্বশুরের প্রতি অভিমানে আর গর্ভ যন্ত্রণায় তিনি মারা গেলেন একটি ছেলের জন্ম দিয়ে।সেই সুন্দর শিশুর নাম হল মান্ধাতা। মান্ধাতা বড় হয়ে অযোধ্যার রাজা হল ও বিখ্যাত হল।
কিন্তু (ইতি জয় জয় দেবী,আদি কান্ড প্রথম ভাগ (৩)সমাপ্তম/১৭ই
ই-মেইলে যোগাযোগ করুন
আগস্ট ১০, ২০১২; ১২:৪৬ অপরাহ্ন
ফন্ট খুব ছোট হয়ে গেছে। পড়তে কষ্ট হচ্ছে।
সম্ভব হ’লে অক্ষরের পরিমাপ বড় করে দিন–১৬ অথবা ২০ সাইজ হ’লে ভাল হবে।
আমার দৃষ্টির সমস্যা আছে! প্রত্যেকদিন চোখে ঔষধ ঢালতে হয়–দৃষ্টিশক্তি সতেজ রাখার জন্য।
আগস্ট ১০, ২০১২; ১১:০৫ পূর্বাহ্ন
ঙ্কোনও ধর্মগ্রন্থ নয়,বাংলার প্রাচীন সাহিত্য হিসেবে কৃত্তিবাসের পাঠ দরকার।আর তাই চেষ্টা সরল রামায়ণের।কারো ভালোলাগলে পরের অংশ এবং তারপরের পুরোটাই রাখা যায়।
আগস্ট ১০, ২০১২; ৮:০৬ অপরাহ্ন
এবার দেখবেন আবুল কাশেম।পড়া যাচ্ছে?
আগস্ট ১০, ২০১২; ১১:১১ অপরাহ্ন
ধন্যবাদ। এইবার পরিষ্কার দেখা যাচ্ছে।
পড়তে একটু সময় লাগবে। আমি সম্বুকের গতিতে পড়ি।
আগস্ট ১১, ২০১২; ৫:২৩ পূর্বাহ্ন
শম্বুক এগোক।অপেক্ষায় আছি
আগস্ট ১০, ২০১২; ৯:৪৪ অপরাহ্ন
ভালো লাগছে পড়ে । এইগ্রন্থ ও মহাভারত ভারতীয় উপমহাদেশের ক্লাসিক। গ্রিক পুরাণ যেমন ইউরোপের ,তেমনি এই ভাতীয় পুরান উপমহাদেশের সবার ।
আগস্ট ১১, ২০১২; ৫:২১ পূর্বাহ্ন
সাহিত্য সবসময়েই সবার।হিন্দু ধর্মগ্রন্থ বা মন্ত্র হত সংস্কৃত ভাষায় লিখিত।এই পাঁচালি ও পদাবলী জাতীয় বাংলাগ্রন্থগুলি মানুষের সাহিত্যপাঠের প্রয়োজনেই লিখিত বলে বিশ্বাস।
আগস্ট ১১, ২০১২; ১০:০১ অপরাহ্ন
হাঁ, অবশেষে সম্বুক গতিতেই পড়লাম। লেখা ভাল হয়েছে।
এটা ত বাল্মিকি রামায়ণের গল্প।
শুনেছি কৃত্তিবাসি রামায়ণও আছে। এই দুয়ের মাঝে পার্থক্য কি?
আগস্ট ১২, ২০১২; ৯:৪৪ পূর্বাহ্ন
এটা কৃত্তিবাস অনুসরণ।পার্থক্য আছে বলে শুনেছি।আমি এটাই পড়ছি এবং লিখছি।পাঠের জন্য অনেক ধন্যবাদ
আগস্ট ১৫, ২০১২; ৩:৪১ অপরাহ্ন
মহাভারত মজার গল্পে ভরতি। এই গল্পকার খুবই মজার ঢং এ চালিয়ে যাচ্ছেন। ভালই লাগছে। চালিয়ে যান।
আগস্ট ১৬, ২০১২; ৭:১৭ পূর্বাহ্ন
আপনি যেমন আমি নয় ,তেমন এটা মহাভারত নয়।যদি দয়া করে পড়েন তো মহাভারতও লেখা যাবে।আপনার মতটা কি?রামায়ণ লিখব তো?