রামায়ণের সহজ গল্প ১

11 মতামত পাওয়া গেছে

ফন্ট খুব ছোট হয়ে গেছে। পড়তে কষ্ট হচ্ছে।

সম্ভব হ’লে অক্ষরের পরিমাপ বড় করে দিন–১৬ অথবা ২০ সাইজ হ’লে ভাল হবে।

আমার দৃষ্টির সমস্যা আছে! প্রত্যেকদিন চোখে ঔষধ ঢালতে হয়–দৃষ্টিশক্তি সতেজ রাখার জন্য।

ঙ্কোনও ধর্মগ্রন্থ নয়,বাংলার প্রাচীন সাহিত্য হিসেবে কৃত্তিবাসের পাঠ দরকার।আর তাই চেষ্টা সরল রামায়ণের।কারো ভালোলাগলে পরের অংশ এবং তারপরের পুরোটাই রাখা যায়।

জয়তী ব্যানার্জী

এবার দেখবেন আবুল কাশেম।পড়া যাচ্ছে?

ভালো লাগছে পড়ে । এইগ্রন্থ ও মহাভারত ভারতীয় উপমহাদেশের ক্লাসিক। গ্রিক পুরাণ যেমন ইউরোপের ,তেমনি এই ভাতীয় পুরান উপমহাদেশের সবার ।

সাহিত্য সবসময়েই সবার।হিন্দু ধর্মগ্রন্থ বা মন্ত্র হত সংস্কৃত ভাষায় লিখিত।এই পাঁচালি ও পদাবলী জাতীয় বাংলাগ্রন্থগুলি মানুষের সাহিত্যপাঠের প্রয়োজনেই লিখিত বলে বিশ্বাস।

হাঁ, অবশেষে সম্বুক গতিতেই পড়লাম। লেখা ভাল হয়েছে।
এটা ত বাল্মিকি রামায়ণের গল্প।

শুনেছি কৃত্তিবাসি রামায়ণও আছে। এই দুয়ের মাঝে পার্থক্য কি?

  এটা কৃত্তিবাস অনুসরণ।পার্থক্য আছে বলে শুনেছি।আমি এটাই পড়ছি এবং লিখছি।পাঠের জন্য অনেক ধন্যবাদ

মহাভারত মজার গল্পে ভরতি। এই গল্পকার খুবই মজার ঢং এ চালিয়ে যাচ্ছেন। ভালই লাগছে। চালিয়ে যান।

 আপনি যেমন আমি নয় ,তেমন এটা মহাভারত নয়।যদি দয়া করে পড়েন তো  মহাভারতও  লেখা যাবে।আপনার মতটা কি?রামায়ণ লিখব তো?


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।