রামায়ণের সহজ গল্প-৩

4 মতামত পাওয়া গেছে

দিদি, লেখার ফরম্যাটিং সমস্যা এড়ানোর জন্য টেক্সট বক্সের উপর এডিটিং মেনু থেকে “W” চিহ্ন ওয়ালা আইকনটি ক্লিক করুন। একটা পপ-আপ উইন্ডো চলে আসবে। সে উইন্ডোতে লেখাটা পেস্ট করে “OK” চাপলেই রচনাটা সঠিক ফর্ম্যাটে চলে আসবে।

রামায়নের সহজ গল্পগুলো পড়ার চেস্টা করছি । আপনি কি কৃত্তিবাসী রামায়নকেই আরেকটু সহজ ভাষায় বলতে চাইছেন? ভালি হচ্ছে। তবে যদি আরেকটু সংক্ষেপ করা যেত- আপনার প্রয়াস প্রশংসনীয় ।

    জয়তী ব্যানার্জী

    ্রামায়ণের মূল রাম-রাবনের যুদ্ধের গল্পটা অনেকেরই জানা।ভালো বাংলা বইও আছে কিন্তু বাকি অনেক ছোট ছোট অংশ আছে ,সমগ্র রামায়ণের আসল ছবিটা,সেটাই চেষ্টা করছিলাম।মনে থাকবেয়াপনার কথা।চেষ্টা করব আরও ছোট করতে–


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।