৯০৬ বার পঠিত
প্রতিদিনের মত সুর্যোদয়
আমার হৃদয়ের আঙিনায়
জলের অতল থেকে সুখ-দুঃখ
করতালি দেয় নিপুণ হাতে।
মিলনের স্বপ্ন জাল বুনি বিরহের মাঝে,
সত্যি লিখবে কেউ প্রেমের কবিতা,
খুব কাছে এসে ঘুরে ঘুরে।
আছড়ে পড়ে ব্যথার ঢেউ সৈকতে
পাথরের নুড়ির সাথে ছুঁয়ে যায়
চঞ্চল মন —।
আধো মুখে বসে দেখি
ভাসমান শ্যাওলা
শিকড়ে প্রেম রেখেছি বেঁধে
ঢেলেছি অজস্র জলধারা
দীর্ঘতর প্রেমের কাছে
নিজেকে সমর্পিত –
বড় ইচ্ছে করে তোমার কাছে যাই
আবার সেই পুরনো গানের মত।
ই-মেইলে যোগাযোগ করুন
জুলাই ২৮, ২০১২; ১০:০৪ অপরাহ্ন
নবযুগ ব্লগে আপনাকে স্বাগতম।
আশা করছি আমরা আপনার লেখা নিয়মিত পড়তে পারবো।
জুলাই ২৮, ২০১২; ১১:০০ অপরাহ্ন
@ এ জেড হোসেন
আপনার স্বাগতম সানন্দে গ্রহণ করলাম। চেষ্টা করব নিয়মিত লিখতে বাদবাকী ভাগ্য।
জুলাই ২৮, ২০১২; ১১:১০ অপরাহ্ন
এবং এই ব্লগে ইসলাম বিদ্বেষী লেখার যে ঢেউ চলছে, তার মাঝে একটু সুস্থির নিঃশ্বাস ফেলার, কিছুটা বৈচিত্রের আধার।
জুলাই ২৯, ২০১২; ১২:০৮ পূর্বাহ্ন
@ মোমিন উল-মুহাম্মদ-
আপনাকে অনেক ধন্যবাদ। কবিতা তো সাধারণতঃ মানুষ অন্য চোখে দেখে। পছন্দ করে কম। এর মাঝে আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করল নিঃসন্দেহে।