০
১৮১৭ বার পঠিত
বাঙলার উপকুলে মগেরা আসিতো বাণিজ্য করিতে। বাণিজ্য অবসরে তারা লুট করিতো! শষ্য বা পণ্য নয়, নারী!
বাংলার উপকুলে কোন বেশ্যালয় ছিলনা…
খ
ধর্ষণ নিয়ে ফেসবুক বরাবরই গরম থাকে, সাম্প্রতিক বাসেও ধর্ষণের ঘটনা ঘটেছে। এক বাস কন্টাক্টরও এ নিয়ে চিন্তিত। তার ছোট বুদ্ধিতে ছোট সমাধান- ড্রাইভারগুলা বাড়িতে যায়না কতদিন, বেশ্যালয়গুলাও নাই…
গ
ধর্ষণ কিংবা দাসী চেয়ে অপহরণ ঠেকাতে- ‘পর্দা কর’ এটাই পুরুষতন্ত্রের আপাতো সমাধান। আর বন্দরে বন্দরে গড়ে উঠুক পতিতালয়, নাবিকেরা বহুদিন নারীসঙ্গ বঞ্চিত। মাদ্রাসার সকল ছাত্রতো আর সমকামী নয়…
ঘ
ইউরোপ কোথায় পাবে Brothel আফ্রিকায়, ভারতে, আরবে? আর সব সৈনিক ভিনদেশী Brothel এ যেতে স্বস্তি পায়না। আর আছে সিফিলিস, গনোরিয়ার ভয়! ঠিক আছে ইউরোপ সুন্দরী চল ‘porn’ হয়ে সৈনিকের র্যাকসেকে। স্বমেহনও শরীরকে সুস্থির রাখে।
ঙ
পুরুষ ছিল কৃষক, নাবিক ও সৈনিক। নারী ছিল গৃহবধু ও অথবা বেশ্যা। ফরাসী বিপ্লব কিংবা শিল্প বিপ্লবে পুরুষের আর এক পরিচয় হলো শ্রমিক। নারী রইলো গৃহবধু ও বেশ্যা হয়েই। ক্রুসেড কিংবা বিশ্বযুদ্ধসমূহ নারীকেও নগরের পথে শ্রমিক হয়ে হাটতে বাধ্য করলো। ‘Gigolo’ পুরুষের নতুন পরিচয় নয়, গ্রীক নগরে তারা ছিল…
আছে আরব্য রজনীর গল্পেও…
চ
বনিতা; তিনি নাচতে পারেন, তিনি গাইতে পারেন, তিনি ষোলকলা কলায় পারদর্শী। ষড়ঙ্গ বলে ‘যাহা কামকে যাগ্রত করে তাহাই শিল্প’। ইংরেজ আসিবার পরও ভারতের নগরে নগরে পতিতালয় ছিল, ছিল বাইজি মহল।
ছ
থিয়েটার আসিবার পর, নায়িকা এলেন বাইজী মহল থেকে। গৃহবধু তো আর নায়িকা হতে পারেনা! সিনেমাতেও তাই…
জ
ক্রসেড কিংবা বিশ্বযুদ্ধসমূহ ইউরোপের নারীকেও নগরের পথে শ্রমিক হয়ে হাটতে বাধ্য করলো। ভারতেও…
ইউরোপ শ্রমিকের জন্য খুলে দিল পাব ও ডিসকো। বেশ্যালয়গুলি হলো ‘লাইসেন্স ভুক্ত’ আর ভারতে রপ্তানী করলো Ethics বা ‘ধর্ম’।
ঝ
রাজা বিক্রমাদিত্যের কালে ভারতে নগর বনিতার গৃহে প্রবেশ করবার আগে রাজাও অনুমতি নিতেন। কেন? নগর বা গণকে বিনোদিত করেন যিনি তিনি রাজারও বড়…
তিনি celebrity…
ও হ্যাঁ, বিনোদন দিয়ে কী হবে?
কী জানি বিনোদনে কী হয়! তবে আরবি ঈদ শব্দের অর্থ উৎসব…
ভারতীয় শাস্ত্রগুলি সংস্কৃতে লিখা। মুহম্মদ লিখেছেন আরবিতে। মার্কস ও ফ্রয়েড জর্মনে। সার্ত, সিমন দ্যা বোভেয়ার, ফুকো ফরাসীতে। আমরা ম্যাকলের স্কুলে ইংরেজি শিখি চাকুরী করবো বলে! অনুবাদে যা হারায় তার নাম কবিতা…
ঙ
শ্রীদেবী কিংবা অপু বিশ্বাস কী করেন?
গণকে ভুলিয়ে রাখেন- সে আর ভাদ্র মাসের কুকুরের পার্থক্য বিনোদনে…
ই-মেইলে যোগাযোগ করুন