সাহিত্যে উৎসাহ দিন

7 মতামত পাওয়া গেছে

তাই রূপালী ঘুড়ি দিদির সাথে নবযুগ উদ্যোক্তরাও সম্ভাব্য লেখকদেরকে সব ধরনের লেখা ছাপানোর আহবান জানাচ্ছে।

এ পর্যন্ত নবযুগ কর্তৃক লেখকদের দৃষ্টি আকর্ষণ আমাদের প্রত্যাশা অনেকটা ছাড়িয়ে গেছে। এবং আমাদের লেখকদের লেখার উচ্চ মান শীঘ্রই নবযুগকে বাংলা ব্লগ সমুহের ভীড়ে তার প্রাপ্য স্থান দখলে সাহায্য করবে।

অবশ্যই সাহিত্য ভিত্তিক লেখালেখি চলবে। আমি অন্তত তাতে কমেন্ট করবো, পড়ব। তবে নিজের লেখার হাত খুব সুবিধার না বলে কিছু লিখতে ভয় পই। আপনারা শুরু করলে কে জানে কোনদিন লিখেও ফেলতে পারি!!*acute*

আমরা ‘নবযুগে’ সব ধরনের লেখা দেখতে চাই। কিন্তু এইসব লেখকদেরকেই করতে হবে। যাঁরা সাহিত্য, কবিতা, দর্শন, ভ্রমণ…ইত্যদি লিখতে চান ওনারা অনায়াসে উনাদের লেখা ‘নবযুগে’ প্রকাশ করতে পারবেন- এমনকী অন্য ব্লগে প্রকাশিত লেখাও ‘নবযুগে’ পাঠাতে পারেন– যেমন রাজেশ করেছে।

‘নবযুগের’ বয়স মাত্র কয়েকমাস হ’ল… কাজেই-ধৈর্য ধরতে হবে।

আপনি গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ…প্রকাশ করুন। আপনার দেখাদেখি অন্যেরাও এগিয়ে আসবে।

আমরা কাউকে বলে দিব না কী বিষয়ে লিখতে হবে– তাই যাঁরা ধর্ম ও রাজনীতি নিয়ে লেখা প্রকাশ করছেন- তাঁদেরকেও আমরা বাধা দিতে পারি না। আমরা চিন্তার পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী- এমনকী ইসলামি বা অন্য ধর্ম পণ্ডিতেরাও তাঁদের লেখা প্রকাশ করতে পারবেন। ইতোমধ্যে হয়তো দেখেছেন- একজন আধুনিক মুসলিম ভাল রচনা লিখে যাচ্ছেন, তাতে আমাদের বা কারোই কোন আপত্তি বা মণক্ষুণ্ণ হচ্ছে না। আমরা উনার লেখা আগ্রহ নিয়ে পড়ি এবং আলোচনায় অংশগ্রহণ করছি। আমি উনাকে স্বাগত জানাচ্ছি।

মোমিন উল-মুহাম্মদ

ইতিমধ্যে হয়ত দেখেছেন–একজন আধুনিক মুসলিম ভাল রচনা লিখে যাচ্ছেন, তাতে আমাদের বা কারোই কোন আপত্তি বা মণক্ষুণ্ণ হচ্ছে না।

কাশেম সাহেব এখানে আমার প্রতি ইঙ্গিত করে মনে হচ্ছে। ইসলাম সম্পর্কে ভ্রান্তি দূরীকরণমূলক আমার লেখাগুলো নবযুগে সেন্সর হচ্ছে না — সেজন্য শুকরিয়া। তথাপি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত যে, সাইটটিকে তারা ধর্ম, মূলত ইসলাম, বিদ্বেষী করে তুলছেন।

    কাশেম সাহেব এখানে আমার প্রতি ইঙ্গিত করে মনে হচ্ছে।
    হাঁ, আপনার অনুমান সঠিক। আপনার লেখার হাত খুবই ভাল। আমি আপনার লেখা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। ইসলামের ব্যাপারে আপনার আধুনিকতার প্রশংসা করি, যদিও আমার ধারণা কট্টরপন্থীরা আপনাকে মোলায়েম ভাবে নেবে না। তবুও ইসলামের সংস্কারের প্রয়োজনীয়তার উপর আপনার মতামত খুবই জোরালো।

    তথাপি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত যে, সাইটটিকে তারা ধর্ম, মূলত ইসলাম, বিদ্বেষী করে তুলছেন।

    এটা কর্তৃপক্ষের দোষ কেমন করে হয়? এই সাইটে সবার নিজস্ব চিন্তা প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা থাকছে। আপনি যেমন ইসলামের জয়গান করে রচনা লিখছেন, তেমনি অন্য কেউ ইসলামের সমালোচনা করে লেখা প্রকাশ করলে আমার মনে হয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ করা অনুচিত। আপনি আপনার সুচিন্তিত লেখা দ্বারা এই সব ইসলাম ‘বিদ্বেষী’ দেরকে কোনঠাসা করে ফেলুন। আপনার যুক্তি ও মতামত জোরালো হ’লে পাঠকেরাই ঠিক করে ফেলবে কে সত্য বলছে।

    আশা করি আপনি আমার এই চিন্তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে নিবেন না।

      কাশেম ভাইয়ের উত্তর পছন্দ হইছে। *biggrin*

      মোমিন ভাইকে বলি, আপনার আমার চিন্তায় ভিন্নতা আছে এটা খুবই স্বাভাবিক। আপনি ইসলমের পক্ষে লিখবেন, আমি বিরুদ্ধে লিখব।  কোনো ইসলামী দেশে তো বটেই, যেখানে ইসলাম সংখ্যালঘু সেখানেও এটা ইসলামী জনগন মেনে নেবে না। আমরা তাদেরকে বলি মৌলবাদী। উদাহরণ, তসলিমা ইন্ডিয়ায়ও থাকতে পারলেন না। এই ব্লগে আমরা চাইছি সবাই থাকতে। আপনি ইসলাম নিয়ে লিখুন, সেখানে আমরা ভদ্রভাবেই আমাদের মতামত জানাব। আপনিও “ইসলাম বিদ্বেষী”দের পোস্টে আপনার সুচিন্তিত মতামত জানাবেন, কোন ভুল থাকলে ধরিয়ে দেবেন। আফটার অল, আমরা তো শিক্ষিত মানুষ। নিজের ভুল স্বীকার করতে পারব আশাকরি । এটাই কি উপযুক্ত পরিবেশ হওয়া উচিত নয়?? নাকি ইসলামের বিরুদ্ধে কিছু লেখা যাবে না মনে করেন? তাহলে তো সকল মতামত গ্রহনযোগ্য হল না।

       

      আমরা ইসলাম বিরোধী, ইসলামের মৌলবাদী ট্যাগ না করে আসুন না, একসাথে তর্কে আলাপে ভরিয়ে তুলি। নাকি ইসলামের বিরুদ্ধে কথা বললে মাথা নেওয়ার চিন্তা করবেন?? সেটা কি আধুনিকতার পরিচয় হবে?? 


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।