০
৯৭৯ বার পঠিত
১৪ শত বৎসর পূর্বে, কোন এক অভিশপ্ত রাত্রে
বেরিয়ে এসেছিল এক মৃগীরোগী, অন্ধকার এক গুহা থেকে
অন্ধকারের বানী নিয়ে ।
ধর্ষক, লম্পট, ভণ্ড সে ।
দস্যু দলের নেতা সে, বেরিয়ে পড়ে লুণ্ঠনে
অতর্কিত আক্রমণে নিহত স্বামীর শোকে
মরা কান্না না থামতেই সদ্য বিধবাকে
যুদ্ধবন্দি করে দাশী বানিয়ে ধর্ষণ করে ।
মানব জাতিকে চিরতরের জন্য শৃঙ্খলিত
পশু বানানোর ধান্দায় নেমে পড়ে দলবল নিয়ে ।
১৪ শত বৎসর গত হয়েছে ।
কিন্তু তার প্রেতাত্মা আজো টিকে আছে
হাজি, পাজি, আলেম, জালেমদের টুপি দারিতে ।
এই কুত্তা শিয়ালদের পরাজিত করতে
আজ দরকার আরও মানবতাবাদী মুক্তমনাদেরকে।
কবিতাটি পূর্বে লেখক কর্তৃক আমার ব্লগ এ Nastik নিক এ প্রকাশিত ।
ই-মেইলে যোগাযোগ করুন