০
১১৪৬ বার পঠিত
আর পাঁচটা পকেট খসানো দিবসের মত ব্যঙ্গ আর তাচ্ছিল্যের নয়। আমি যেদেশে বাস করি, প্রত্যেকে এদিনটা সম্মানের সাথে পালন করেন।
আমি আজ ঢাকার অদিতি বৈরাগীর লেখাটা পড়লাম। আমি খুঁজে পেলাম নিজেকে, সেই চক্রব্যূহে কীভাবে আমি, আমার লজ্জা বাঁচানোরর জন্য প্রাণপণ লড়াই করছি।
আমার স্তন মুখ গাল কটিদেশ, ওরা খুবলে নিচ্ছে।
কালই নারী দিবস।
কলকাতা থেকে কবি মন্দাক্রান্তা সেন এর লেখা পড়লাম এখনি।
বাসের মধ্যে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ।
কোন ঝোপঝাড়, অন্ধকার আড়াল আপডাল নয়, সবই প্রকাশ্যে।
এই যৌন রুগীরা বাঁচতে দেবে না।
আর যারা দাঁড়িয়ে দেখে, ছবি তোলে, বাসে অন্য দিকে মুখ করে বসে থাকে।
এরা কারা? এরাও যৌন রুগী।
আমরা সম্মান চাইনা, আমাদের মত করে আমাদের বাঁচার অধিকার চাই।
অন্তত একদিন দয়াকরে নারীকে মানুষ ভাবুন।
ই-মেইলে যোগাযোগ করুন