সৌদি আরবে অমুসলিমদের দুরাবস্থা

8 মতামত পাওয়া গেছে

অনেক ক্ষেত্রে বিধর্মীদের উপর এমন জোরজবরদস্তিও চালান হয়—যাতে কোন কোন বিধর্মীর ইসলামে অনুপ্রবেশ ছাড়া গত্যন্তর থাকে না। যেহেতু সৌদি আরবে অ মুসলিমদের জঘণ্য প্রাণী হিসাবে গণ্য করা হয়…

সৌদির মদীনায় ইসলামের সূচনা-লগ্ন থেকে আজ পর্যন্ত সৌদিতে ইসলামের চরিত্রগত কোন পরিবর্তন হয় নি দেখা যাচ্ছে। ইসলাম বিনা আর কোন জীবনদর্শনই মনে হয় এতটা দীর্ঘ সময় ধরে এমন বর্বর নৈতিকতা অব্যাহত রাখতে পারেনি। সাধে কি ইসলাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও শাশ্বত ধর্ম?

—-

সত্য কথা হলো মুসলিমরা খুবই আবেগপ্রবণ, এবং অনেক ক্ষেত্রেই বিচার-বুদ্ধি দিয়ে চিন্তা করেনা।

একেবারে সঠিক কথা। কে কোরান পোড়াল, তারজন্য একশ মুসলিম রাহাজানি সন্ত্রাসবাদ সৃষ্টি করে নিজেরা মরল, নিরপরাধ অনেক নিরীহ লোকের মৃত্যুর কারন হল। কেন এই নির্বুদ্ধিতা?? মানুষের মুখ ক জোর করে বন্দ করা যাবে?? এই সহজ কথাটুকু মুসলিম জনগোষ্ঠি কেন যে বুঝে না..

মন্তব্যের কারিগরী ব্যাপারে আমি খুবই আনাড়ী।

তাই সব কিছু শিখতে হচ্ছে নতুন করে।

যাঁরা কষ্ট করে আমার রচণা পড়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্চি।

নবযুগ ব্লগে এটি আমার প্রথম পরীক্ষামূলক কমেন্ট।

আবুল কাশেম এর মতো প্রিয় লেখক’এর লেখা নবযুগে পড়তে পেরে ভাল লাগছে। উনার মতো লেখক যখন এখানে লেখালেখি শুরু করেছেন, তখন আর বুঝতে বাঁকী নেই যে নবযুগ মুক্তমনা পাঠকদের কী বার্তা পৌঁছে দিতে চায়।

সউদি আরবে অমুসলিমদের অমানবিক জীবন-যাপনের একটি খণ্ডিত চিত্র এই লেখায় ফুটে উঠেছে।

লেখককে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নবযুগ ব্লগ টিমকেও।

নবযুগ সাইটটিকে স্বাগত জানাই। বাংলা ব্লগস্ফিয়ারে এই ব্লগ একটি নবযুগের সূচনা করুক। নতুন সমৃদ্ধ আগামীর পথে দেশের সমাজ এগিয়ে যাক- এই প্রত্যাশা বাস্তবায়নে নবযুগের ভূমিকা সমুন্নত থাকুক। উদ্যাক্তাদেরকে ধন্যবাদ।

 

খুব ভাল জিনিষ অনুবাদ করেছেন আবুল কাসেম সাহেব। যদিও নিজে মনে করতাম যে এই সউদি জানওয়ারদের সম্বন্ধে আনেক কিছুই জানি, কিন্তু এখন দেখছি অনেক কম জানি। আসলে ব্যাপারটা কি জানেন? এই সৌদি মুমিন মুসলমানেরা ইসলামের পেয়ারা নবীকেই অনুকরন করতেছে। এরাইত খাটি বান্দা।

অনেক ধন্যবাদ আপনাকে এই ইসলামের জম্নস্থানের অনেক অজানা কথা শুনানর জন্য। তবে কি জানেন, মুমিন মুসল্মানেরা অবশ্য বলবে, এই সউদিরা আসলে খাটি  মুসলিম  না, তাই এই অবস্থা। তার মানে, মুমিনগন সব ব্যাপারেই Taqiyya game খেলে। কাজেই, সবাই এই মুমিনদের ব্যাপারে অজ্ঞই থেকে যাবে।

 

 

এসব লেখা পড়লে মনে হয় হরপ্পার মাটি চাপা ইতিহাস। তবে সৌদীর মত তেলের দেশে কাফিরদের কেউ তেল দেয়না এটা বিশ্বাস করা কঠিন।


মতামত দিন বাতিল করুন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।