০
৭৯৫ বার পঠিত
উন্নয়ন চাই, উন্নয়ন চাই,
আমার বঙ্গদেশে,
উন্নয়নে পাল্টাবে দেশ
মধ্য আয়ের দেশে।
উন্নয়নে কারখানা চাই,
পথঘাট চাই পাকা,
হোকনা ক্ষতি পরিবেশের
ঘুরবে দেশের চাকা।
এদিক তাকাই, ওদিক তাকাই
দেখি উন্নয়নের মেলা,
উন্নতি সব হচ্ছে, করে
পরিবেশের অবহেলা।
উন্নয়নকাজ ডলার আনে
ভাবখানাও যায় বেড়ে
তাই চলো সবাই করাত নিয়ে
গাছের প্রাণ নেই কেড়ে।
গাছ ফুরাবে, মাছ ফুরাবে
পাখির বাসা কই?
পাখি দেখবে! তাই বলো!!
খুলো বসো বই।
ই-মেইলে যোগাযোগ করুন