আজ তরুণেরা ঝিমিয়ে গেলে বুড়োরা আমাদের এগোতে দেবে না। তাই তো জেগে থাকুন হে তরুণ। ধর্ম যার যার দেশটা সবার। তাইতো আসেন আগে দেশ বাঁচাই। মুসলমান, হিন্দু, নাস্তিক ভাগাভাগি আমরা পরে করি। আশপাশে অনেক বিদেশি শকুন কিন্তু ওঁত পেতে আছে; ওদেরকে সুযোগ দেওয়া যাবে না। আগে আমার মা, আমার দেশ, বাচুক; তারপর না-হয় নাস্তিকদের আপনারা ফাঁসি দিয়েন। কিন্তু দেশের এই ক্রান্তিকালে আমরা যদি ভাগ হয়ে যাই, তবে কিন্তু সর্বনাশ ঠেকানো যাবে না। অন্ধ হলেই প্রলয় কিন্তু বন্ধ হয় না।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত