১৯
১৬০০ বার পঠিত
ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) আন্তর্জালীয় বাঙালি সম্প্রদায়ভিত্তিক প্রগতিশীল ব্লগগুলোকে চিঠি পাঠানো শুরু করেছে বিশেষ কিছু লেখকের নাম, পরিচয়, ই-মেইল আইডি, লোকেশন আইপি এড্রেস ও অন্যান্য তথ্য চেয়ে। কিছু ব্লগার-লেখকদের রচনা মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
‘নবযুগ ব্লগ‘ এখনোঅব্দি BTRC-র পক্ষ থেকে যদিও কোন চিঠি পায় নি, তথাপি আমরা আগাম জানিয়ে দিচ্ছি, নবযুগ ব্লগ BTRC-র এরূপ কোন আবদারকে প্রশ্রয় দেবে না অন্তত দু’টো কারণে-
১) ‘নবযুগ ব্লগ‘ মতামত প্রকাশ অধিকারের আন্তর্জাতিক মানের নীতিমালার আঙ্গিকে পরিচালিত, যা জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস’-এর ১৯-এ অনুচ্ছেদে বিবৃত আছে-
“Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.”
অর্থাৎ সকলেরই নিজ-নিজ মতামত ধারণ ও তা প্রকাশের অধিকার রয়েছে; যার অন্তর্ভূক্ত ব্যাঘাতহীনভাবে মতামত ধারণ করা এবং যে কোন বার্তা-মাধ্যমের মধ্য দিয়ে তথ্য ও মতামত চাওয়া, গ্রহণ করা ও ছড়িয়ে দেওয়া; এবং তা যে কোন রাষ্ট্রীয় সীমানা-রেখার মাঝেই হোক। এবং বাক-স্বাধীনতার দায়িত্বশীলতা চর্চায় আমরা সহিংসতা-উদ্রেককারী এবং জাতি-বিদ্বেষমূলক লেখা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করি। (নবযুগ নীতিমালা দ্রষ্টব্য)
২) ‘নবযুগ ব্লগ‘ বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রগতিশীল বাঙালি সম্প্রদায়ের জন্য ‘বিদেশ’ থেকে চালিত। কাজেই বাংলাদেশের কোন আইনে ‘নবযুগ ব্লগ‘ আপত্তিকর হলেও যে দেশ থেকে ব্লগটি চালিত হচ্ছে, সে দেশের আইনে তা পুরোপুরি বৈধ। আর বাংলাদেশ যেহেতু জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ, সে ভিত্তিতে ব্লগটি বাংলাদেশেও পুরোপুরি বৈধতার দাবি রাখে।
‘নবযুগ ব্লগ‘-এর সংগঠকবৃন্দ মনে করে, জাতি হিসেবে বাঙালি জাতিকে কিংবা বাংলাদেশকে অগ্রগতির পথে চলমান রাখতে মান্ধাতা আমলের কুসংস্কারাচ্ছন্ন, প্রতিক্রিয়াশীল, পশ্চাদপদশীলতা, ধর্মীয় ও সাংস্কৃতিক ধারণা এবং গোড়ামিসহ যাবতীয় বিষয়ের যুক্তিনির্ভর আলোচনা-সমালোচনার কোন বিকল্প নেই। এবং ‘নবযুগ ব্লগ’ বাঙালি জাতির প্রগতিশীলতার প্রত্যয়ে আন্তর্জাতিক আইনের নীরিখে তার চলমান বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের বাক স্বাধীনতা আইনের কোন নীতিমালা ভঙ্গের সুস্পষ্ট কারণ দর্শানো ব্যতিরেকে ‘নবযুগ ব্লগ‘ BTRC-র কোন আবদার-নির্দেশ প্রশ্রয় দেবে না।
সর্বোপরি, বাক-স্বাধীনতা ব্যক্তির মৌলিক মানবাধিকার এবং বুদ্ধিমান প্রাণী হিসেবে মানবজীবনে তার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সরকারের দায়িত্ব আমাদের সে মানবাধিকার সংরক্ষণ করা এবং তা লংঘনের কোন অধিকারই সরকারের নেই।
ই-মেইলে যোগাযোগ করুন
মার্চ ২৬, ২০১৩; ১২:৩১ অপরাহ্ন
অনলাইনে যারা ‘মডারেট’ মুসলিম তারা বলবেন, উগ্র নাস্তিকতা খারাপ এবং নবযুগ ব্লগে আসলে নাস্তিকরা লেখেন না, লেখে ‘ইসলামবিদ্বেষী’ রা। তাই তাদের কাছে নবযুগ টাইপের ব্লগের বাকস্বাধীনতার মূল্য নেই।
নবযুগ যে ব্লগারদের ব্যক্তিগত তথ্য অন্য কাউকে না দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে তাতে আমি খুব খুশী। আশা করি কোন হুমকি ধমকি কন্ঠরোধ করতে পারবে না মুক্তমনাদের। ইসলাম হোক আর হিন্দু হোক, ধর্মের অসংগতি গুলো দেখিয়ে দিতে থাকবে। যারা অতি সংবেদনশীল,তাদের আহত হওয়া বন্ধ করা সম্ভব না। তারা মোহামম্দ বেড়ালেও আহত হবে, মোহাম্মদের কার্টুনেও আহত হবে। বরং এই অতি নাজুক অংশকে বেশি করে আহত করে সহ্য ক্ষমতা বাড়ানোই উচিত। জারি থাকুক নবযুগের বিপ্লব।
মার্চ ২৬, ২০১৩; ২:৩০ অপরাহ্ন
বরং এই অতি নাজুক অংশকে বেশি করে আহত করে সহ্য ক্ষমতা বাড়ানোই উচিত।
সহমত পোষণ করছি।
মার্চ ২৭, ২০১৩; ১১:১০ পূর্বাহ্ন
বাংলাদেশের সরকার আস্তিক নাস্তিক সংকটে পড়ে এ ধরনের পদক্ষেপ নিয়েছে। আর যাইহোক এখনও বাংলাদেশের পরিবেশ এমন হয় নি যে কোন সরকার এ ধরনের সংকটকে পাশ কাটাতে পারে যেখানে ৯৯% মানুষই কঠিনভাবে ধর্মীয় অনুভুতি দ্বারা আক্রান্ত। তবে কার কার খোঁজ খবর সরকার নিতে চাইছে এ ব্যপারে কারও কোন তথ্য জানা আছে?
মার্চ ২৭, ২০১৩; ৬:১৫ অপরাহ্ন
বাংলাদেশ যখন কলমে লেখা সন্ত্রাস হিসেবে বিবেচ্য, তখন এটা বলার অপেক্ষা রাখে না দেশটি কোন যুগে বাস করছে?
এপ্রিল ১, ২০১৩; ৮:০০ পূর্বাহ্ন
আসলে ওরাই ভয় পেয়েছে। ওদের তাই টনক নড়েছে। কিন্তু সরকারের অবস্থান দুঃখজনক। আসলে দেশটা যাচ্ছে কোন দিকে? কী সব আউলা-ঝাউলা নাম দিয়ে বিচার করবে বলছে। এইগুলো কী যুদ্ধাপরাধীদের আড়াল করার কৌশল নয়?
এপ্রিল ১, ২০১৩; ৮:৩৯ পূর্বাহ্ন
যুদ্ধাপরাধীদের বিচার গোল্লাইছে নিঃসন্দেহে। সরকার এখন আগামী নির্বাচন বাচাতে ব্যস্ত। সে জন্যেই নাস্তিকদের বিচার এখন ‘প্রাইমারী কনসার্ন’ …তবুও যদি শেষ রক্ষা হয়!
মার্চ ৩০, ২০১৩; ১১:৩১ পূর্বাহ্ন
বি,টি,আর, সি খামখাই হুমকি দিচ্ছে। বিশ্বের বৃহৎ বৃহৎ শক্তি যেখানে পারছে না অবাধ তথ্য ও তথ্যপ্রবাহকে রোধ করতে সেখানে বি,টি,আর, সি বিড়ালের মত মিউ মিউ করে প্রমাণ করল যে কী ধরনের মস্তিষ্ক নিয়ে কাজ করছে। আর এইসব ব্লগারদের হাত পা কেটে দিলে, আর ব্লগ বন্ধ করে দিলে যে আওয়ামী লীগ নিজেরই ক্ষতি করবে তা কী তারা জানে না? কারণ এইসব ব্লগ এবং ব্লগাররা শতকরা ৯০ ভাগই আওয়ামী লীগের সমর্থক-প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। নবযুগকে সাধুবাদ জানাচ্ছে– একটুখানি মেরুদণ্ড দেখানোর জন্য।
মার্চ ৩০, ২০১৩; ৩:২৩ অপরাহ্ন
// বাংলাদেশে এক কোটিরও বেশি নাস্তিক এবং দুষ্ট লোক আছে। //
আজকের খবর- গণমঞ্চ থেকে এক কোটি স্বাক্ষর জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। বিরোধী দলের নেত্রী বলছেন- গণজাগরণ মঞ্চের সাথে যারা জড়িত তারা সবাই নাস্তিক, মুরতাদ, বখাটে। কী আশ্চর্য! বাংলাদেশে এখন নাস্তিক, মুরতাদ, গিজগিজ করছে। আলহামদুলিল্লাহ! সুবহানআল্লাহ। মারহাবা।
এখন বি,টি,আর,সি কী করবে? এই এক কোটি নাস্তিকের গর্দান কাটবে?
এপ্রিল ১, ২০১৩; ১:০৬ অপরাহ্ন
বাংলাদেশে এক কোটিরও বেশি নাস্তিক এবং দুষ্ট লোক আছে।
হাদিসে আছে দুনিয়াতে কাফির মুরতাদ বেড়ে যাওয়া হলো কিয়ামতের লক্ষণ। বাংলাদেশের মত একটা ৯০% মুসলমান অধ্যুষিত দেশে যখন এত বেশী নাস্তিক মুরতাদের সৃষ্টি হয়ে গেছে, বোঝা যাচ্ছে, কেয়ামতের বেশী দেরী নাই। তাই আসুন সবাই মিলে তওবা করে কিয়ামতের মাঠের পুল সিরাত পার হওয়ার ধান্ধা করি। আচ্ছা, এ পুল সিরাত কি কিয়ামতের মাঠের মধ্যেই থাকবে? হাদিসে তো আবার দেখি বাটখারা দিয়ে আল্লাহ প্রতিটি মানুষের পাপ পূণ্যের বিচার করার পর পাপীদেরকে জাহান্নামের আগুনে ছুড়ে ফেলে দেবে আর পূণ্যবানদেরকে পাঠাবে হুর ভর্তি বেহেস্তে। তাহলে পুলসিরাতের বন্দোবস্তটা কোথায়?
মার্চ ৩১, ২০১৩; ৬:২৬ পূর্বাহ্ন
সরকার যেসব ব্লগারের গর্দান কাটবে, তাদের একটা লিস্টঃ
আর যেসব ব্লগের বাকযন্ত্র কেটে দেওয়া হবে, সেগুলোর তালিকাঃ
মার্চ ৩১, ২০১৩; ১১:৩৩ পূর্বাহ্ন
লিস্ট দেখলাম। মোল্লারা আমাদেরকে তওবা’ করার সুযোগ দিয়েছে।
আর সরকারের আমলারা হেঁ হেঁ করে মোল্লাদের কদমবুসি করছে আর বলেছে ‘তওবা’ না করলে অথবা তওবা করে পুনরায় কূকর্মে লিপ্ত হলে কঠোর সাজা দেওয়া হবে।
এদিকে এক কোটি মুরতাদদের কী করা হবে তা সরকার জানায়নি।
হাসিনা সরকার এখন মোল্লাদের শ্লেষ্মা চাটছে। এই না হলে ধর্ম-নিরপেক্ষ বাংলাদেশ!
মার্চ ৩১, ২০১৩; ১:১১ অপরাহ্ন
লিস্ট দেখলাম। মোল্লারা আমাদেরকে তওবা’ করার সুযোগ দিয়েছে।
লিস্টে আপনার নাম দেখলাম। কবে তওবা করবেন বলে ঠিক করলেন ? এর কি কোন দিন ক্ষন ঠিক করে দিয়েছে নাকি ? এ ব্যপারে তো কিছুই শুনলাম না।
তবে আপনারা আসলেই অকৃতজ্ঞ। কারন , আপনাদেরকে যে তওবা করার সুযোগ দিয়েছে এটাই তো বিরাট মহত্ব তাদের। তারা তো সোজা কল্লাটাও চাইতে পারত। সেটা অন্তত: স্বীকার করুন।
আচ্ছা তারপরেও ডাকসাইটে মুরতাদদের কল্লার দাম ঠিক করেছে নাকি ? জীবিত বা মৃত ? এ বিষয়ে কিছু জানা আছে ?
মার্চ ৩১, ২০১৩; ১০:৫৮ অপরাহ্ন
হে হে এইটাই ত কথা–তওবা করলেই কি আর না করলেই বা কি। সরকার কিছু না করলে–ওরাই বিচারের ভার হাতে নিয়ে নিবে। অর্থাৎ, ফতোয়া জারী করে দিবে। আর ওদের সহযযোগী যথা, আনসারুল ইসলাম, বাব ইসলাম, হারাকাতুল জিহাদ। লস্করই তোয়বা, আল-কায়েদা, হুজি…এই সব সংগঠন হত্যা করায় নেমে যাবে। বিশ্বব্যাপি তারা খুঁজবে এই মুরতাদদের। তারপর, আর কি লিখব!
আসলে আমাদের সরকারের মেরুদণ্ড বলতে তেমন কিছু নেই। লুটপাটের রাজনীতিই তাদের একমাত্র মন্ত্র। এদের কাছ হতে কোন প্রকার সহায়তা বা রক্ষা পাবার আশা বৃথা।
মার্চ ৩১, ২০১৩; ১:১৮ অপরাহ্ন
আমার ব্লগ তো দেখলাম কোন পোষ্টে ইসলাম বা নাস্তিক এ শব্দ দুটো থাকলেই সে লেখকের আই ডি ব্লক করে দিচ্ছে আর লেখা মুছে দিচ্ছে। ভয় পেয়ে ইদুরের গর্তে ঢুকেছে মনে হচ্ছে।
মার্চ ৩১, ২০১৩; ১১:৫৭ অপরাহ্ন
আমার ব্লগ তো দেখলাম কোন পোষ্টে ইসলাম বা নাস্তিক এ শব্দ দুটো থাকলেই সে লেখকের আই ডি ব্লক করে দিচ্ছে আর লেখা মুছে দিচ্ছে। ভয় পেয়ে ইদুরের গর্তে ঢুকেছে মনে হচ্ছে।
আমার মনে হচ্ছে ‘আমার ব্লগ’ আমার ব্লগ ভাবেই চলছে। বেশ কিছু নাস্তিক আর মোর্তাদদের লেখা দেখলাম।
এপ্রিল ১, ২০১৩; ১২:৪৯ পূর্বাহ্ন
আমার ব্লগ সরকারের কথায় কান দেবে না বলে প্রতিজ্ঞা করেছে। তবে ওটা আওয়ামী কর্মীদের ব্লগ। কাজেই লেখার বিষয়বস্তুর উপর কিছুটা টাইট দিতে পারে অন্তত কিছু সময়ের জন্য।
মার্চ ৩১, ২০১৩; ২:৩৫ অপরাহ্ন
আজকের সংগ্রামে দেখলাম ১ কোটি ৭ হাজার ৬৬টি স্বাক্ষর সংগ্রহ করেছে গণমঞ্চ।
http://www.dailysangram.com/news_details.php?news_id=112786
সংগ্রাম লিখেছে এই ১ কোটির অধিক বাঙালিরা সবাই হচ্ছে নাস্তিক।
কি তাজ্জব ব্যাপার! গত ৩৮ দিনে (গণস্বাক্ষর জমার দিন) এক কোটিরও বেশী নাস্তিক চারাগাছের মত গজিয়ে উঠল। আর বাংলাদেশ সরকার হাবা বাবা হয়ে বসে থাকল!
মারহাবা। বাংলার সকল নাস্তিক ও মুর্তাদ এক হও।
এপ্রিল ৩, ২০১৩; ১২:০২ অপরাহ্ন
দুনিয়ার নাস্তিক এক হও। নাস্তিক ঐক্য জিন্দাবাদ। শুধু বাংলাদেশেই এক কোটিরও বেশি নাস্তিক। সংখ্যাটা কম নয় ! তাহলে সারা বিশ্বে সংখ্যাটা কত ? আমরা সংখ্যালঘু হলেও দুর্বল নই মোটেই। ইতিহাস খুলে দেখুন সংখ্যালঘুরাই পৃথিবী শাসন করেছে। সমঝদার কি লিয়ে ইশারা হি কাফি হ্যায়।
জুলাই ১৭, ২০১৫; ২:০৪ পূর্বাহ্ন
এই লেখাটা তো সকলেরই পড়া উচিত। প্রথম পাতায় স্থায়ীভাবে এটা রাখার আবেদন জানিয়ে রাখলাম।