Avatar

broken heart পুরণো প্রেম broken heart

 

ধরো, খুউব মনে পড়ছে!

বিষন্ন একটা দুপুর- পথ পেড়িয়ে নেতিয়ে পড়েছে পাখির পালক,

সদূরে বাতাসের বৃত্তে হলুদ পাতার লুটোপুটি চুম্বন!

কী কর তখন?

শিকল গলিয়ে দক্ষিণ জানালায় শুকনো চোখ দিয়ে বহুবার দেখা আকাশ দেখ বুঝি!

দেখতে দেখতে টুপ করে ক’ফোটা জল গড়িয়ে চিবুক ছোঁয়;

হাতের আঙ্গুলগুলো আলতো করে ধরে রাখে পুরণো হিসেব নিকেষ,

খোলাচিঠির খাম!

জানি খুউব কষ্ট পাও আমার মতো-পড়তে পারছো না,

পড়তে গিয়ে বাদকের কণ্ঠ শোন।

বুকের ভিতর দুমড়ে থাকা কষ্টগুলো মুষড়ে উঠে গুলতি পাকায়,

খাতার উপর স্কেচ করা তোমার আমার ফ্যাকাসে ছবির ফ্রেম!

কতবার আমার নাম লিখেছ,

সঁপাত করে কেটে দিয়েছ,

আবার লিখেছে বিভিন্ন ভাঁজে,

অভিমানে কেটে দিয়েছ সেটাও!

রচনা লিখতে গিয়ে লিখেছ- ভালবাসি তোমাকে

যতক্ষণ ভালবাস ততক্ষণ চোখ পোড়ায় দেখতে,

টুপ কর জল পড়ে কাগজের উপর স্কেচ!

যতবার মুছে ফেল নাম,

ততবার কেঁদে কেঁদে অপেক্ষা কর একটি পুরণো চিঠির জন্য…

প্রিয়ে,

ভালবাসা নিও।

অতঃপর-কেমন আছ তুমি?

0 Shares